বর্তমান সময়ে অনেকেরই জাতীয় পরিচয় পত্র চেক করার প্রয়োজন পড়ে। যার কারণে অনেকেই জাতীয় পরিচয় পত্র চেক করার নিয়ম সম্পর্কে জানতে চান। জাতীয় পরিচয় পত্র আমাদের জীবনে চলার পথে অনেক ক্ষেত্রে প্রয়োজন হয়ে থাকে তাই জাতীয় পরিচয় পত্রে কোন ধরনের সমস্যা থাকলে বাড়তি ভোগান্তিতে পড়তে হয়।
যার জন্য অনেকে আগে থেকেই জাতীয় পরিচয় পত্র চেক করে দেখতে চান যে তাদের জাতীয় পরিচয় পত্রে কোন ধরনের সমস্যা বা ত্রুটি রয়েছে কিনা। তাছাড়া আজকের পোস্টে যে পদ্ধতিটি দেখাবো সেটার মাধ্যমে আপনারা দেখতে পারবেন আপনার জাতীয় পরিচয় পত্র টি অনলাইন এসেছে কিনা ।তাহলে চলুন দেরী না করে জেনে নেওয়া যাকঃ-
জাতীয় পরিচয় পত্র চেক করার নিয়ম
যারা জাতীয় পরিচয় পত্র অনলাইনের মাধ্যমে চেক করতে চান তারা চাইলে দুইটি পদ্ধতি অবলম্বন করে অনলাইনের মাধ্যমে জাতীয় পরিচয় পত্র চেক করতে পারবেন। এই পোস্টে শুধু আমি আপনাদেরকে বলবো নতুন ভোটাররা কিভাবে জাতীয় পরিচয় পত্র চেক করবেন এবং যাদের পুরাতন এনআইডি কার্ড রয়েছে তারা কিভাবে জাতীয় পরিচয় পত্র চেক করবেন।
নতুন ভোটারদের জাতীয় পরিচয় পত্র চেক করার নিয়ম
যারা নতুন ভোটার হয়েছেন এবং জানেন না যে অনলাইনে আপনাদের জাতীয় পরিচয় পত্র এসেছে কিনা তারা এই পদ্ধতিটি ব্যবহার করে জাতীয় পরিচয় পত্র খুব সহজেই চেক করতে পারেন।নিচে জাতীয় পরিচয় পত্র কিভাবে চেক করবেন সেই সম্পর্কে ধাপে ধাপে বলা হলোঃ-
ধাপ ১ঃআপনাদেরকে এর জন্য সরাসরি ব্রাউজার থেকে https://services.nidw.gov.bd/nid-pub/card-status এই লিংকটি ব্যবহার করে বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইটে চলে যেতে হবে।ওয়েব সাইটটিতে আসার পর আপনারা এরকম একটি পেজ দেখতে পারবেন ।
ধাপ ২ঃযারা নতুন ভোটার তারা উপরের ঘরটিতে আপনাদের ভোটার স্লিপ নাম্বার টি প্রদান করবেন এবং নিচের ঘরগুলোতে যথাক্রমে আপনার জন্ম তারিখ উল্লেখ করতে হবে। জন্ম তারিখ উল্লেখ করা হয়ে গেলে ক্যাপচা পুরন করে বহাল বাটনে ক্লিক করতে হবে।
ধাপ ৩ঃবহাল বাটনে ক্লিক করার পর আপনারা এরকম একটি ছবি দেখতে পারবেন।

এই ছবিটি যদি দেখতে পান তাহলে বুঝে নিতে হবে যে আপনার এনআইডি কার্ড বা জাতীয় পরিচয় পত্র অনলাইনে এসে গেছে এখন আপনি চাইলে সেটা চেক করতে পারবেন।
ধাপ ৪ঃনির্বাচন কমিশনের ওয়েবসাইটে এবার রেজিস্টার করতে হবে।যাদের রেজিস্টার করা আছে তারা শুধু লগইন করলেই হবে। এর জন্য আপনাদেরকে https://services.nidw.gov.bd/nid-pub/ এই লিংকটি ব্যবহার করে সরাসরি নির্বাচন কমিশনের ওয়েবসাইটে চলে যেতে হবে। ওয়েবসাইটে আসার পর এরকম একটি পেজ দেখা যাবে।
এখান থেকে আপনাদেরকে রেজিস্ট্রার বাটনে ক্লিক করতে হবে। রেজিস্টার বাটনে ক্লিক করার পর আরেকটি পেইজ আপনাদের সামনে চলে আসবে ।এখানে আপনাদের ভোটার স্লিপ নাম্বার এবং জন্মতারিখ প্রদান করে ক্যাপচা পুরন করে ফেলে বহাল বাটনে ক্লিক করতে হবে।
ধাপ ৫ঃবাহাল বাটনে ক্লিক করার পর আরেকটি নতুন পেজ চালু হবে।
এখান থেকে আপনার বর্তমান ঠিকানা সহ যাবতীয় যেসকল তথ্যাদি লাগবে সব পূরণ করে ফেলতে হবে। তারপরে পরবর্তী বাটনে ক্লিক করতে হবে।
ধাপ ৬ঃপরবর্তী বাটনে ক্লিক করার পর আপনার মোবাইলে একটি ছয় সংখ্যার কোড যাবে।
আর এই ছয় সংখ্যার কোড দেখার সময় আপনি এখান থেকে আপনার এনআইডি নাম্বার টি মেসেজ এর সাথে পাবেন।মেসেজ অপশনে চলে যেতে হবে এবং সেখান থেকে এনআইডি নাম্বার টি কপি করে নিতে হবে।
ধাপ ৭ঃএনআইডি নাম্বার টি কপি করা হয়ে গেলে সরাসরি https://ldtax.gov.bd/citizen/register এই লিংকটি ব্যবহার করে উক্ত ওয়েবসাইটে চলে যেতে হবে। ওয়েবসাইটে আসার পর আপনারা এরকম একটি পেজ দেখতে পারবেন।
ধাপ ৮ঃউপরের ঘরে আপনাদের মোবাইল নাম্বারটি এবং নিচের ঘরে এনআইডি নাম্বার টি প্রদান করতে হবে। তারপরে নিচের ঘরে জন্ম তারিখ লিখতে হবে।এবার পরবর্তী বাটনে ক্লিক করার পরপরই আপনারা নিজেদের ভোটার তথ্য বা নিজের ছবি সহ ভোটার বিবরণ দেখতে পারবেন।
উক্ত পদ্ধতিতে খুব সহজেই নতুন ভোটাররা জাতীয় পরিচয় পত্র চেক করতে পারবেন। তাহলে চলুন এবার জেনে নেওয়া যাক পুরাতন ভোটাররা বা যাদের এনআইডি কার্ড ইতিমধ্যেই রয়েছে তারা কিভাবে জাতীয় পরিচয় পত্র চেক করবেন।
পুরাতন ভোটারদের জাতীয় পরিচয় পত্র চেক করার নিয়ম
যারা অনেক আগে ভোটার হয়েছেন এবং এনআইডি কার্ড হাতে পেয়ে গেছেন তারাও চাইলে অনলাইনের মাধ্যমে জাতীয় পরিচয় পত্র চেক করতে পারবেন।নিচে ধাপে ধাপে দেখানো হলো কিভাবে nid check করবেনঃ-
ধাপ ১ঃসরাসরি ব্রাউজার থেকে ভূমি উন্নয়ন করের লিখে সার্চ করতে হবে। ভূমি উন্নয়ন কর লিখে সার্চ করার পর সবার উপরে যে ওয়েবসাইট রয়েছে সেটাতে ক্লিক করবেন এবং সরাসরি চলে যাবেন।
ধাপ ২ঃভূমি উন্নয়ন কর ওয়েবসাইটটিতে আসার পর এরকম একটি ছবি দেখতে পারবেন। এখান থেকে নাগরিক কন্নারে ক্লিক করতে হবে। নাগরিক কন্নারে ক্লিক করার পর এখানে আপনাদের মোবাইল নাম্বারটি এবং জাতীয় পরিচয় পত্র নাম্বারটি প্রদান করতে হবে। তারপরে নিচে জন্মতারিখ ঘর পূরণ করে পরবর্তী পদক্ষেপ বাটনে ক্লিক করতে হবে।
ধাপ ৩ঃপরবর্তী পদক্ষেপ বাটনে ক্লিক করার সাথে সাথেই আপনার ভোটার তথ্যটি আপনার ছবি সহ দেখিয়ে দিবে।ভোটার তথ্যে যদি কোনো ধরনের ভুল থাকে তাও এখান থেকে দেখতে পারবেন এবং আপনার এনআইডি বা জাতীয় পরিচয় পত্র যদি সঠিক থাকেন তার এখান থেকে দেখে নিতে পারবেন।
আমাদের শেষ কথা
আশা করি আপনারা জাতীয় পরিচয় পত্র চেক করার নিয়ম হয়তো ইতিমধ্যে জেনে গিয়েছেন। অনলাইনের মাধ্যমে যুক্ত পদ্ধতি অবলম্বন করে খুব সহজেই যে কেউ চাইলে তার জাতীয় পরিচয় পত্র বা এনআইডি চেক করে নিতে পারবেন। আর যদি কোন বিষয় সম্পর্কে বুঝতে কোন ধরনের অসুবিধা হয়ে থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানান আমরা আপনার প্রশ্নটির উত্তর দেয়ার চেষ্টা করবো।