সৌদি আরব খুবই সুন্দর একটি দেশ। সারা পৃথিবী থেকে প্রতি বছর নানান ধরনের কাজের জন্য অসংখ্য মানুষ সৌদি আরব যান।সৌদি আরব যেতে হলে সৌদি ভিসার প্রয়োজন হয়ে থাকেঅনেকেই সৌদি আরব যাবেন বলে সৌদি ভিসা আবেদন করে থাকেন। যারা ইতিমধ্যে সৌদির ভিসা আবেদন করে ফেলেছেন বা সৌদি ভিসা হাতে পেয়ে গিয়েছেন তাদের সৌদি ভিসা চেক করার প্রয়োজন পড়ে।
অর্থাৎ সৌদি ভিসা অনলাইনের মাধ্যমে চেক করে নেওয়া গেলে ভিসা সম্পর্কে সঠিক তথ্য জানা যাবে।তাছাড়া এর মাধ্যমে পরবর্তীতে কোন ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে না।
কিভাবে সৌদি ভিসা যাচাই করব এই নিয়ে অনেকেই প্রশ্ন করে থাকেন।কেননা Saudi vissa check by passport number সঠিক নিয়ম সম্পর্কে তারা এখনো জানেন না।যারা ঘরে বসে অনলাইনে সৌদি ভিসা চেক করতে চান তাদের জন্য আজকের এই পোস্ট টি।
সৌদি ভিসা কেন চেক করবো/saudi arab visa check
বাংলাদেশ থেকে প্রতিবছর অসংখ্য লোক সৌদি আরবে কাজের জন্য যান।মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের তুলনায় সৌদিতে সুযোগ-সুবিধা একটু বেশি।তাই যারা সৌদি আরবে কাজের জন্য যেতে চান তাদেরকে ওয়ার্ক পারমিট ভিসা করতে হয়।
কিন্তু অনেকেই বিভিন্ন দালালদের হাত ধরে সৌদি আরব যান।আর এই সকল দালালদের কাছে অনেকেই আগে থেকেই টাকা জমা দিয়ে দেন এবং ভোগান্তির শিকার হয়ে থাকেন।
অনেক দালাল তো সৌদি আরবের নকল ভিসা দিয়ে থাকে। তাই অবশ্যই সৌদি যাওয়ার আগে যদি ভিসাটি হাতে পেয়ে থাকেন সেটা চেক করে নেওয়া জরুরী।তাহলে আপনি খুব সহজেই বুঝে নিতে পারবেন আপনার ভিসাটি অরজিনাল নাকি নকল।
আপনি যদি সৌদি আরবে নকল ভিসা নিয়ে যেয়ে থাকেন তাহলে আপনাকে ফেরত পাঠাতে পারে অথবা আপনার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারে। তাই নীচে দেওয়া পদ্ধতি অবলম্বন করে সৌদি ভিসা হাতে পাওয়ার পরপরই অনলাইনের মাধ্যমে যাচাই করে নিতে পারেন।
সৌদি ভিসা চেক করার নিয়ম/Saudi visa check online mofa
যারা নিজেদের Saudi visa check করতে চান তারা শুধুমাত্র পাসপোর্ট নাম্বার ব্যবহার করে ভিসাটি চেক করে নিতে পারবেন।অর্থাৎ দেখতে পারবেন আপনার ভিসাটি অরজিনাল নাকি নকল। ইন্টারনেট সংযোগ ব্যবহার করে যেকোনো ব্যক্তি চাইলে মাত্র ২ মিনিটে Saudi visa চেক করে নিতে পারবেন।
সৌদি আরবের ভিসা যাচাই করার জন্য Mofa Saudi visa check ওয়েবসাইটে ভিজিট করতে হবে। এই ওয়েবসাইটটি ব্যবহার করে পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা যাচাই করে নেওয়া যাবে। কিভাবে খুব সহজেই Saudi visa check করবেন নিচে ধাপে ধাপে দেখানো হলোঃ-
ধাপ ১ঃপ্রথমেই ব্রাউজার থেকে https://visa.mofa.gov.sa/VisaPerson/GetApplicantData এই লিংকটি ব্যবহার উক্ত ওয়েবসাইটে চলে যেতে হবে। ওয়েবসাইটটিতে যাওয়ার পর উপরের বামপাশের মেনু থেকে E তে সিলেক্ট করতে হবে ইংরেজি ভাষার জন্য।
ধাপ ২ঃতারপরে আপনারা নিচের ছবির মত একটি পেজ দেখতে পারবেন।এখানে আপনার পাসপোর্ট নাম্বার টি উল্লেখ করতে হবে। Visa type এর স্থানে work এবং Current nationality স্থানে আপনি যে দেশে বসবাস করেন বা যে দেশের নাগরিক সেটা উল্লেখ করতে হবে। এবার Visa Issuing authority তে Dhaka সিলেক্ট করতে হবে।
ধাপ ৩ঃসবকিছু শেষে নিচের যে ইমেজ কোডটির অপশন রয়েছে সেটি পূরণ করতে হবে এবং Search করুন বাটনে ক্লিক করতে হবে।পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি ভিসা চেক করার পর এবার আপনার ভিসা চেক স্ট্যাটাস দেখতে পারবেন।অর্থাৎ আপনার ভিসাটি যদি ইতিমধ্যে রিইস্যু হয়ে গিয়ে থাকে তাহলে আপনার ভিসার সকল তথ্য এখান থেকে দেখে নিতে পারবেন।
যারা সৌদি আরবের ওয়ার্ক পারমিট ভিসা চেক করতে চান তারা উক্ত নিয়মে খুব সহজেই চেক করে নিতে পারবেন।
কিভাবে সৌদি আরবের ভিসা অনলাইনে চেক করবো / অনলাইনের মাধ্যমে চেক করা না গেলে কি করবো
অনেকেই অনলাইনের মাধ্যমে saudi arab visa check by passport number করতে গিয়ে ব্যর্থ হন। তারা তখন অনেকেই প্রশ্ন করে থাকেন যে mofa ওয়েবসাইটের মাধ্যমে সৌদি আরবের Visa চেক করা যাচ্ছে না।অনেক ক্ষেত্রে ওয়েব সাইটে বিভিন্ন ধরনের আপডেট চলার কারণে কোন লিংক হয়তো সাময়িক ভাবে কাজ নাও হতে পারে।তাই যখন আপডেট চলে তখন অনেকেই এই ভোগান্তির শিকার হয়ে থাকেন।তবে কিছুদিন পর চেষ্টা করলে হয়তো উক্ত লিঙ্কের মাধ্যমেই visa check করে নেওয়া যাবে। তাই এক্ষেত্রে Saudi visa check লিংক যদি কাজ না করে থাকে আমরা কোনভাবেই দায়ী নয়।
সৌদি ভিসা চেক করার লিংক/saudi visa check online by passport number
Saudi visa check করার জন্য https://visa.mofa.gov.sa/VisaPerson/GetApplicantData সরাসরি এই লিঙ্কটি ব্যবহার করতে পারেন। এই লিংকের মাধ্যমে খুব সহজেই সৌদি আরবের ভিসার স্টাটাস চেক করে নিতে পারবেন।তাছাড়া যাদের কাছে Saudi visa check পদ্ধতি অনেকটা জটিল মনে হচ্ছে তাদের জন্য এই লিংকটি খুবই উপকারী হতে পারে। উক্ত লিংকটি ব্যবহার করে সরাসরি সৌদি দূতাবাসের ওয়েবসাইটে চলে যাওয়া যাবে।অনেকক্ষেত্রে ওয়েবসাইটের আপডেটের কারণে লিংক কাজ করে না।
আমাদের শেষ কথা
সৌদি ভিসা চেক বা কিভাবে saudi visa check করব আশা করি আজকের পোস্টটি পড়ার মাধ্যমে সেই বিষয়ে সঠিক ধারণা পেয়েছেন। সৌদি ভিসা হাতে পাওয়ার পরপরই ভিসাটি চেক করে নিতে হবে তাহলে পরবর্তীতে কোন ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে না। তাই আজকের পোস্টটি পড়ে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং যদি কোন বিষয় সর্ম্পকে না বুঝে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন।