ব্যবসাকে হালাল করেছেন আল্লাহ, অর্থাৎ ইসলামের চোখে ব্যবসা হালাল। তবে সেটা নির্ভর করছে আপনি কিভাবে ব্যবসা করছেন তার উপরে। আপনার ব্যবসা করার পদ্ধতি কি হালাল হারাম।
ইসলামে সুদ হারাম। তবে আজকাল সুদ একপ্রকার বিজনেস প্রক্রিয়া। তবে যারা সুদের ব্যবসা করছেন তারা অবশ্যই হারাম ব্যবসায় করছেন।
আজকের আর্টিকেলে আমি আপনাদের সহজে বুঝিয়ে দেবো হালাল ব্যবসা কি, হালাল ব্যবসার আইডিয়া এবং এর গুরুত্ব সম্পর্কে। আর তাই বিস্তারিত জানতে আর্টিকেলটা মনোযোগ দিয়ে পড়ুন।
হালাল ব্যবসা কি? (What Is Halal Business?)
হালাল হচ্ছে একটি আরবী শব্দ, যার মূল অর্থ হচ্ছে বৈধ অথবা অনুমোদিত।
সহজ কথায়, হালাল ব্যবসার ক্ষেত্রে ক্রেতা এবং বিক্রেতা উভয়ের সম্মতিতে সততার সহিত ব্যবসায়িক লেনদেন হবে। মুনাফা অর্জনের উদ্দেশ্যে সৎভাবে পরিচালিত ইসলাম অনুমোদিত হচ্ছে ব্যবসা, একই ভাবেই মুনাফা অর্জনের উদ্দেশ্যে বৈধ এবং ইসলাম অনুমোদিত পদ্ধতিতে পরিচালিত ব্যবসায় হালাল ব্যবসা বলে বিবেচিত হবে।
আমরা প্রায় সবাই জানি হালাল এর বরকত বেশি। কিন্তু হারামে বেশি আয় হলেও কোনো বরকত পাবেন না। বিষয়টা আরো একটু ক্লিয়ার করে বলছি।
হালাল ব্যবসা বলতে কি বোঝ?
হালাল ব্যবসা এর ক্ষেত্রে গ্রাহক এবং বিক্রেতা উভয়ের সন্তুষ্ট থাকা জরুরি। অর্থাৎ বিক্রেতা হিসেবে আপনি যে পণ্য বিক্রি করছেন তাতে আপনার খুশি থাকতে হবে এবং গ্রাহক যেন আপনার পণ্য কিনে সন্তুষ্ট হয় সে বিষয়ে লক্ষ রাখতে হবে।
ব্যবসার স্বার্থে আমরা অনেক সময় ৫০ টাকায় কেনা পণ্য গ্রাহকদের ৬০ টাকা বা ৭০ টাকায় কেনা হয়েছে বলে সেটি বেশি দামে বিক্রি করে বেশি লাভ করার চেষ্টা করি। এক্ষেত্রে এটি হালাল ব্যবসা নয়। ব্যবসাতে খারাপ পণ্যকে ভালো বলে বিক্রি করা, প্রতারণা, বেশি লাভ করা অথবা ব্যবসার স্বার্থে সব অবৈধ কাজ হারামের পর্যায়ে যাবে।
কিন্তু যদি আপনি হালালের পথে থেকে কম লাভ করেন আর ক্রেতাদের সৎভাবে পণ্য বিক্রি করেন তাহলে সেটার বরকত থাকবে হরামের তুলনায় অধিক। হারাম হচ্ছে একটি অভিশাপ, যেটি আল্লাহের দেওয়া। তাই সবার উচিত হালালের পথে থেকে ব্যবসা করা।
অনেক কথা হয়ে গেলো চলুন আমরা কয়েকটি হালাল ব্যবসার আইডিয়া সম্পর্কে জেনে নেই ।
হালাল ব্যবসার আইডিয়া ২০২২ | Halal Business Idea 2022
নিচে কয়েকটি Halal Business Idea শেয়ার করা হলো। নিচে উল্লেখিত আইডিয়া গুলো থেকে যেকোনো একটি চয়ন করে আপনি কাজ শুরু করতে পারেন হালাল পদ্ধতিতে।
১. হালাল ঔষধের ব্যবসা
ইসলামিক দৃষ্টিতে ঔষধের ব্যবসাটি হালাল ব্যবসায় হিসেবে ধরা হয়। আপনি একটি ঔষধের দোকান দিতে পারেন এবং পুঁজি বিনিয়োগ করে সেখানে ঔষধ বিক্রি করতে পারেন। ঔষধের ব্যবসা থেকে হালাল ভাবে অর্জিত অর্থ হারাম হবেনা। আর তাই Halal Business করতে চাইলে ঔষধ বিক্রির ব্যবসাটি শুরু করে দিতে পারেন।
২. হালাল কসমেটিকস ব্যবসা
হালাল প্রসাধনী সামগ্রী হলো শরীর এবং ত্বকের যত্নের বিভিন্ন পণ্য যেগুলো ইসলাম ধর্ম দ্বারা নিষিদ্ধ উপাদান থেকে মুক্ত। আর তাই এই ব্যবসাটি হালাল।হালাল প্রসাধনীকে কসমেটিক শিল্পে একটি উদ্ভাবন হিসাবে বিবেচনা করা হয়। কারণ এটি ক্রমবর্ধমান গ্রাহকের চাহিদা পূরণ করবে।
আপনি যদি এসব কসমেটিকস সামগ্রী তৈরি করতে জানেন তবে আপনি এটি উৎপাদন করে এবং অন্যদের কাছে বিক্রি করতে একটি ব্যবসা শুরু করে দিতে পারেন।
৩. হালাল ট্যুরিজম ব্যবসা
আপনি চাইলে মুসলিম ফ্রেন্ডলি ট্রাভেল পরিচালনা করার বিজনেস শুরু করতে পারেন। ট্যুরিজম বিজনেসের ক্ষেত্রে আপনি গ্রাহকদের ট্রাভেল এর সকল ব্যবস্থাপনার দায়িত্ব পালন করবেন। অর্থাৎ থাকা, খাওয়া দাওয়া, কোথায় যাবে, কি করবে ইত্যাদি সব বিষয়গুলো আপনি আপনার মাধ্যমে ঠিক করবেন। ট্যুরিজম বিজনেস ফিল্ডে বর্তমানে হালাল ব্যবসায়ীদের জন্য দারুন সুযোগ রয়েছে।
৪. হালাল খাবার তৈরির ব্যবসা
সুস্বাদু খাবার তৈরির ব্যবসাটি অনেক আগে থেকে বেশ লাভজনক। আপনি চাইলে একটি ছোট দোকান বা রেস্টুরেন্ট তৈরি করে সেখানে গ্রাহকদের রুচি রয়েছে এমন খাবার বা সুস্বাদু খাবার বিক্রি করতে পারেন। এমন খাবার তৈরি করতে পারেন, যাতে গ্রাহক সন্তুষ্ট হয়।
৫. ইসলামিক শিক্ষা দান
আপনার যদি ইসলামিক বিভিন্ন বিষয়ে ভালো জ্ঞান বা ধারণা থাকে তাহলে আপনি সেগুলো মুসলিম শিশুদের শেখাতে পারেন। এটাও এক প্রকার টিউশনির মতোই। প্রত্যেক বাবা মেয়েরা চান তাদের সন্তান যেনো ছোট থেকে ভালো কিছু শিখতে পারে, যার জন্য তারা তাদের সন্তানদের বিভিন্ন শিক্ষকের নিকট পাঠিয়ে থাকে। এক্ষেত্রে আপনি শিশুদের বিভিন্ন ইসলামিক বিষয়ে শিক্ষা দান করতে পারেন।
এছাড়াও হালাল ফ্যাশন ব্যবসাও করা যেতে পারে। এতক্ষণ আমরা প্রচলিত উপায়ে করার জন্য ৫ টি Halal Business Idea জেনেছি, চলুন এখন কয়েকটি Online Halal Business Idea এর ব্যাপারে জেনে নেওয়া যাক।
হালাল অনলাইন বিজনেস আইডিয়া
১. অনলাইন শিক্ষক
ইন্টারনেট হচ্ছে পাঠদানের ক্ষেত্রে বিস্তৃত এক বাড়ি। ইন্টারনেটের সাহায্যে আপনি যেকোনো দেশের লোকেদের শিক্ষা দান করতে পারেন। বর্তমানে অনলাইন শিক্ষকদের প্রচুর ডিমান্ড রয়েছে। আপনি আপনার জ্ঞান স্টুডেন্টদের শিখিয়ে তার বিনিময়ে নির্দিষ্ট কিছু সম্মানী নিতে পারেন। বর্তমানে এই অনলাইন ব্যবসাটি অত্যন্ত লাভজনক হয়ে উঠেছে।
২. ব্লগিং
ব্লগিং বহু পূর্বে থেকে প্রচলিত সেরা অনলাইন পেশা। আপনি চাইলে ব্লগিং পেশাকে বেছে নিতে পারেন। একটি ব্লগ ওয়েবসাইট তৈরি করে আপনি আপনার জ্ঞান সবার সাথে শেয়ার করতে পারেন আর্টিকেল এর মাধ্যমে। ব্লগে লিখলে আপনার মাধ্যমে অন্য কেউ কিছু শিখতে পারবেন, পাশাপাশি আপনি এডসেন্স দ্বারা প্রতি মাসে ভালো অংকের টাকা উপার্জন করতে পারবেন। বর্তমানে হাজারো লোকেরা ব্লগিং করে টাকা আয় করছেন। সুতরাং আপনিও ব্লগিংকে পেশা হিসেবে বেছে নিতে পারেন।
৩. এসইও এক্সপার্ট
অনলাইনে একজন এসইও এক্সপার্ট এর প্রচুর ডিমান্ড রয়েছে। বলতে গেলে তার জন্য উপার্জনের অনেক সুযোগ রয়েছে।
এসইও মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যার মাধ্যম একটি ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনের শীর্ষে আনা যায়। বর্তমানে প্রায় সব ধরনের কোম্পানি একটি ওয়েবসাইট তৈরি করছে, ফলে তাদের সাইট সার্চ ইঞ্জিনে শীর্ষে আনতে কোম্পানিরা হায়ার করে থাকে বিভিন্ন এসইও এক্সপার্ট। আপনি Fiverr, Upwork এর মত সাইটগুলোতে এসইও এক্সপার্ট হিসেবে কাজ শুরু করতে পারেন।
৪. ইউটিউব
ইউটিউব হচ্ছে একটি উন্মুক্ত প্লাটফর্ম। যেকেউ চাইলে তার জ্ঞান এই প্লাটফর্মে শেয়ার করতে পারে এবং ইনকাম করতে পারেন। আপনি ইসলামিক বিষয়ে বিভিন্ন শিক্ষা ইউটিউবের মাধ্যমে দিতে পারেন। যখন আপনার ভিডিওতে ভালো ভিউ আসা শুরু হবে তখন আপনি প্রতি মাসে ইউটিউব থেকে উপার্জন করতে পারবেন।
হালাল ব্যবসা শুরুর পূর্বে যে বিষয়গুলো মাথায় রাখা উচিত
১. ক্রেতা এবং বিক্রেতা উভয়ের সম্মতিতে ব্যবসা করতে হবে।
২. যে পণ্য বিক্রি করা হবে সেটি যেনো হালাল হয়, হারামের পর্যায়ে পড়ে এমন পণ্য বিক্রি করা যাবে না।
৩. ওজনে কম দেওয়া যাবে না, দাম বেশি বলে বিক্রি করা যাবে না। ক্রেতাকে কোনোভাবে প্রতারিত করা যাবে না।
৪. মিথ্যার আশ্রয় নিয়ে পণ্য বিক্রি করা যাবে না, ভালোকে ভালো এবং খারাপকে খারাপ বলেই ব্যবসা করতে হবে।
৫. ব্যবসার সাথে সুদ এর কোনো সম্পর্ক থাকা যাবে না। ইসলামে সুদ হচ্ছে হারাম। তাই সব লেনদেন সুদমুক্ত হওয়া লাগবে।
৬. বিক্রয় করা পণ্য ফেরত নেওয়ার পদ্ধতি চালু রাখতে হবে।
৭. সর্বদা সৎ উপায়ে ব্যবসা করতে হবে ইত্যাদি।
শেষ কথা
বন্ধুরা আজকে আমরা হালাল ব্যবসা কি এবং কয়েকটি হালাল ব্যবসার আইডিয়া সম্পর্কে জানলাম।
আর্টিকেলটা কেবল নতুনদের ধারণা দেওয়ার স্বার্থে লিখা। ইসলামিক দৃষ্টিতে অনুমোদিত এবং বৈধ সব ধরনের ব্যবসা আপনি শুরু করতে পারেন। আশা করছি আর্টিকেলটা ভালো লাগবে, ভালো লাগলে শেয়ার করবেন।