জন্ম নিবন্ধন অনলাইন যাচাই কপি বের করার নিয়ম

164 0
জন্ম নিবন্ধন অনলাইন যাচাই

জন্ম নিবন্ধন অনলাইন যাচাই: একটি দেশে বসবাসরত নাগরিকদের জন্ম নিবন্ধন পত্রের প্রয়োজনীয়তা অপরিসীম। আর তাই শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে কর্মক্ষেত্র পর্যন্ত প্রায় সকল ক্ষেত্রে এটি ব্যবহৃত হয়ে থাকে। 

 

তবে আজকাল আগের দিনের সেই হাতে লেখা জন্ম নিবন্ধন পত্রর কোনোই মূল্য নেই, বর্তমানে উন্নততোর প্রযুক্তির বিবর্তনের সাথে সাথে জন্ম নিবন্ধন পত্রেরও পরিবর্তন ঘটেছে। যা বর্তমানে জন্ম নিবন্ধন অনলাইন কার্ড হিসেবে পরিচিত।

 

মাঝে মাঝে আমাদের বিভিন্ন প্রয়োজনে জন্ম নিবন্ধন অনলাইন কপি যাচাইয়ের প্রয়োজন পড়ে। আর এজন্য অনেকেই কম্পিউটারের দোকানে গিয়ে লাইন ধরে বসে থাকেন। কিন্তু মজার ব্যাপার হলো আপনি খুব সহজেই জন্ম নিবন্ধন যাচাই করতে পারেন ঘরে বসে শুধুমাত্র আপনার হাতে থাকা স্মার্টফোন অথবা ছোটখাটো একটা ল্যাপটপ অথবা কম্পিউটার এর সাহায্য নিয়ে। 

 

তো আপনি কি জন্ম নিবন্ধন যাচাই করনের নিয়ম সম্পর্কে সঠিক ধারণা পেতে চান? যদি তাই হয়ে থাকে তাহলে আমাদের আজকের এই কনটেন্টটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ুন। কারণ আজকে আমরা আলোচনা করব জন্ম নিবন্ধন অনলাইন যাচাই করণের সঠিক নিয়মাবলী সম্পর্কে। তাহলে আসুন এবার কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করি। 

 

জন্ম নিবন্ধন চেক

 

বর্তমানের ডিজিটাল জন্ম নিবন্ধন কার্ড যাচাই করার জন্য শুধুমাত্র আপনার জন্ম নিবন্ধন নম্বর এবং জন্মতারিখ লাগবে। এক্ষেত্রে আপনার নাম না হলেও চলবে। তাই আপনি যেখান থেকেই জন্ম নিবন্ধন চেক করতে চান অবশ্যই জন্ম নিবন্ধন নম্বর এবং জন্ম তারিখ মনে রাখতে হবে। 

 

আর হ্যাঁ শুধু যে বর্তমানে যারা ডিজিটাল জন্ম নিবন্ধন পত্র পাওয়ার জন্য আবেদন করেছেন তারাই অনলাইনে জন্ম নিবন্ধন পত্র চেক করতে পারবেন এমনটা কিন্তু নয়! যারা অনেক আগে জন্ম নিবন্ধন করেছিলেন ও যাদের জন্ম নিবন্ধন হাতে লিখা, তারাও চাইলে জন্ম নিবন্ধন অনলাইনে চেক করতে পারবেন। 

 

জন্ম নিবন্ধন অনলাইন যাচাই করুন

 

মূলত জন্ম নিবন্ধন অনলাইন যাচাই এর নিয়ম হলো সবার প্রথমে গুগোল এ যাওয়া এবং সেখানে সার্চ করা, জন্ম নিবন্ধন দেখব, জন্ম নিবন্ধন যাচাই করব, ইত্যাদি অর্থাৎ আপনি যা করতে এসেছেন সেটা দেখে গুগলের সার্চ করবেন।অথবা আপনি সরাসরি গুগোলে গিয়ে bdris.gov.bd লিখে সার্চ করলেই জন্ম নিবন্ধন এর ওয়েবসাইটে চলে আসবে। 

 

জন্ম নিবন্ধন অনলাইন যাচাই

আপনি যখন লিঙ্কে প্রবেশ করবে তখন নিচের দিকে বার্থ সার্টিফিকেট নাম্বার দেওয়ার জন্য একটা বক্স সাজেস্ট করা হবে। সেখানে আপনার কাঙ্খিত নিবন্ধন নাম্বার এবং জন্মতারিখ নির্ভুলভাবে বসাতে হবে। 

 

এক কথায় সেখানে যে যে ইনস্ট্রাকশন দেওয়া থাকবে ঠিক সেই অনুযায়ী ফাঁকা স্থান গুলো পূরণ করবেন। যেমন ধরুন,জন্ম তারিখ দেওয়ার বক্সে প্রথমে জন্মসাল পরবর্তীতে মাস এবং সর্বশেষ তারিখ দিন অর্থাৎ ২০০২ সন- ০৩ মাস – ২৪ তারিখ। এবার সাবমিট করলেই আপনি পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত সেই জন্ম নিবন্ধন অনলাইন কপি। 

তবে বিষয়টি আরও সহজভাবে বোঝার জন্য আমাদের দেওয়ার নিচের ইমেজ গুলো ভালোভাবে লক্ষ্য করুন।

 

জন্ম নিবন্ধন যাচাই অনলাইন চেক অ্যাপস

 

তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, ইতোমধ্যে আমরা আপনাদেরকে জন্ম নিবন্ধন যাচাই এর ব্যাপারে সহজভাবে সঠিক ইনস্ট্রাকশন দেওয়ার চেষ্টা করেছি। আশা করি শুধুমাত্র এই পদ্ধতি অবলম্বন করেও আপনি খুব সহজেই আপনার জন্ম নিবন্ধন অনলাইন কপি চেক করতে পারবেন। 

 

তবে এর পাশাপাশি আমরা আপনাদেরকে একটা অ্যাপস এর নাম সাজেস্ট করবো যেটা আপনি আপনার ফোনে ইন্সটল দিয়ে রাখতে পারেন এবং যখন তখন সেই অ্যাপস গুলো থেকে জেনে নিতে পারেন আপনার জন্ম নিবন্ধন পত্রের সকল ইনফরমেশন। 

 

আজকাল বিভিন্ন কাজের জন্য মানুষ অ্যাপস ব্যবহার করে থাকে, আর তাই জন্ম নিবন্ধন যাচাইয়ের জন্য অনলাইন চেক অ্যাপসও রয়েছে। তবে এক্ষেত্রে একটি বিষয় হল প্লে স্টোরে চেক করার জন্য কোন অফিশিয়াল অ্যাপস নেই। সেখানে মূলত রয়েছে আনঅফিশিয়াল অ্যাপস যেগুলোর মাধ্যমে খুব সহজে তথ্য যাচাই করা সম্ভব হয়।

 

অ্যাপস লিংক হলো: https://play.google.com/store/apps/details?id=bd.mrj.info.bdris_unofficial

 

শেষকথা,তো দর্শক বন্ধুরা আমাদের আজকের আর্টিকেলটি এ পর্যন্তই। তো যদি কোনো মতামত থেকে থাকে তাহলে আমাদের কমেন্ট করে জানান। সেইসাথে ভালো লাগলে আমাদের ওয়েবসাইটটি সাবস্ক্রাইব করে রাখুন। খুব তাড়াতাড়ি আবারো নতুন টপিক এর নতুন কোনো আলোচনায় আপনাদের সাথে কথা হবে। আল্লাহ হাফেজ।

 

 

Leave a Reply