পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করার নিয়ম

567 0
পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করার নিয়ম

পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক বা পাসপোর্ট নাম্বার দিয়ে কিভাবে ঘরে বসেই সব দেশের ভিসা চেক করবেন সেই নিয়েই আজকের পোস্টটি থাকছে। আজকের পোষ্টের মাধ্যমে passport নাম্বার দিয়ে যে সকল দেশের ভিসা চেক করা যাবে তা দেখানো হবে।অর্থাৎ পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়া,সিঙ্গাপুর,ওমান,দুবাই, বাহরাইন এবং সৌদিসহ ইত্যাদি দেশের ভিসা কিভাবে চেক করা যাবে এই পোস্টটি থেকে জানতে পারবেন। তাই তারা বিদেশ যাচ্ছেন এবং হাতে ভিসা পেয়ে গিয়েছেন তারা অবশ্যই পদ্ধতি গুলো জেনে নিজের ভিসা চেক করে নিতে পারেন। তাহলে চলুন দেরি না করে জেনে নেওয়া যাক :-

 

পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক

 

আমাদের দেশ থেকে প্রতিবছর অসংখ্য লোক কাজের উদ্দেশ্যে বিভিন্ন দেশে যাই। যারা বিদেশে কাজের জন্য যান তারা কোন এজেন্সি অথবা দালাল ধরে তাদের ভিসাটি করিয়ে থাকেন।বর্তমান সময়ে অনেকে নকল ভিসা নিয়ে প্রতারিত হচ্ছেন।

 

অর্থাৎ বিদেশ যাওয়ার আগে ব্যক্তিকে নকল ভিসা দেওয়া হচ্ছে কিন্তু সে নিজেই জানছে না। যদি ভিসাটি হাতে পাওয়ার পর অনলাইনের মাধ্যমে ভিসা চেক করে নিতে পারেন তাহলে খুব সহজে বুঝতে সুবিধা হবে ভিসাটি আসল নাকি নকল।

 

হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনটি ব্যবহার করে খুব সহজেই ভিসা চেক করে নেওয়া যাবে। যারা সৌদি আরব,সিঙ্গাপুর,মালয়েশিয়া, এবং অন্যান্য দেশে কাজের জন্য যাবেন তারা চাইলে নিচের দেওয়া লিংকগুলো ব্যবহার করে ভিসা চেক করে নিবেন।

 

কাতার ভিসা চেক Passport number

 

যারা কাতার যাওয়ার জন্য ভিসা করেছেন এবং ভিসাটি ইতিমধ্যে হাতে পেয়ে গিয়েছেন তারা অবশ্যই নিজের পাসপোর্ট নাম্বারটি ব্যবহার করে  কাতার ভিসা চেক করে নিবেন। কেননা ভিসাটি চেক করে নেওয়ার মাধ্যমে ভিসা সম্পর্কিত সকল ধরনের তথ্য ওয়েবসাইটে দেখতে পারবেন যেটা আপনার হাতে থাকা ভিসার তথ্যর সাথে মিলালে বোঝা যাবে।যারা কাতার ভিসা চেক করতে চান তারা সরাসরি

 

https://portal.moi.gov.qa/wps/portal/MOIInternet/services/inquiries/visaservices/ 

 

লিংকটি ব্যবহার করে নিজের পাসপোর্ট নাম্বার এবং Nationality সিলেক্ট করে খুব সহজেই ভিসাটি চেক করে নিতে পারবেন। সবকিছু যদি সঠিকভাবে দিয়ে থাকেন তাহলে খুব দ্রুত সময়ের মধ্যে আপনার কাতার ভিসার স্ট্যাটাস এখানে চলে আসবে।

 

সৌদি আরবের ভিসা চেক অনলাইন বাংলাদেশ

 

অনলাইনের মাধ্যমে বাংলাদেশ থেকে সৌদি আরবের ভিসা চেক করা আরো অনেক সহজ। যেকোনো ব্যক্তি চাইলে মাত্র ২ মিনিটে সৌদি আরব ভিসা চেক করে নিতে পারবেন।

 

যারা ঘরে বসে সৌদি আরব ভিসা চেক করতে চান তারা সরাসরি 

https://visa.mofa.gov.sa/VisaPerson/GetApplicantData 

 

প্রথমে সৌদি দূতাবাসের ওয়েবসাইটে চলে যাবেন। তারপর আপনার পাসপোর্ট নাম্বারটি উপরের ঘরে দিবেন এবং nationality স্থানে যদি বাংলাদেশী হয়ে থাকেন তাহলে বাংলাদেশ দিবেন আর যদি অন্য দেশের নাগরিক হয়ে থাকেন তাহলে অন্য দেশ সিলেক্ট করবেন। তারপরে নিচে আরেকটি অপশন দেখতে পারবেন এখানে vissa issuing authority ঢাকা সিলেক্ট করতে পারেন যদি বাংলাদেশী হয়ে থাকেন।তারপরে ক্যাপচা পূরণ করলেই আপনার ভিসার স্ট্যাটাস চলে আসবে। এখান থেকে আপনার হাতে থাকা ভিসার তথ্য মিলিয়ে দেখতে পারেন সবকিছু ঠিক রয়েছে কিনা।

 

পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়া ভিসা চেক

 

আমাদের দেশ থেকে প্রচুর সংখ্যক মানুষ প্রতিবছর মালয়েশিয়ায় গিয়ে থাকেন। এদের মধ্যে অনেকে দালালদের হাতে প্রতারণার শিকার হয়ে থাকেন। তাই এজেন্সি থেকে বা কোন দালালের হাত থেকে যদি ভিসা নিয়ে থাকেন তাহলে অবশ্যই ভিসাটি চেক করার প্রয়োজন রয়েছে। যারা মালেশিয়া ভিসা চেক করার নিয়ম জানেন না তারা নিচের দেওয়া লিংকটি ব্যবহার করে খুব সহজে মালয়েশিয়া ভিসা চেক করে নিতে পারবেন।

 

মালয়েশিয়া ভিসা চেক লিংক

 

এই ওয়েবসাইটের মাধ্যমে পাসপোর্ট নাম্বার দিয়ে খুব সহজেই মালয়েশিয়া যাওয়ার ভিসা চেক করে নেওয়া যাবে।

 

পাসপোর্ট নাম্বার দিয়ে দুবাই ভিসা চেক

 

যারা দুবাই যাওয়ার জন্য ভিসা আবেদন করেছেন তারা খুব সহজেই পাসপোর্ট নাম্বার দিয়ে দুবাই ভিসা অনলাইনে চেক করে নিতে পারবেন। দুবাই ভিসা অনলাইনে চেক করার পদ্ধতি খুবই সহজ। হাতে থাকা মোবাইল ফোন ব্যবহার করে এটি করা যাবে। 

 

দুবাই ভিসা চেক করার লিংক

 

এই ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজেই দুবাই ভিসা চেক করে নেওয়া যাবে। এখান থেকে শুধুমাত্র পাসপোর্ট নাম্বার, Expire date এবং Nationality সিলেক্ট করে খুব সহজেই দুবাই ভিসা চেক করে নেওয়া যাবে।

 

সিঙ্গাপুর ভিসা চেক করার নিয়ম

 

পাসপোর্ট নাম্বার দিয়ে visa check বা পাসপোর্ট নাম্বার দিয়ে যারা Singapore visa চেক করতে চান তারা শুধুমাত্র একটি লিংক ব্যবহারের মাধ্যমেই করে ফেলতে পারবেন। যারা সিঙ্গাপুর ভিসা চেক করতে চান তারা https://www.mom.gov.sg/check-wp 

 

ওয়েবসাইট ব্যবহার করে সিঙ্গাপুর ভিসা যাচাই করে নিতে পারবেন। সিঙ্গাপুর ভিসা যাচাই করার নিয়ম খুবই সহজ।

 

পাসপোর্ট নাম্বার দিয়ে ইতালি ভিসা চেক

 

ইতালি হচ্ছে ইউরোপের একটি দেশ।অর্থনৈতিক দিক থেকে ইতালি খুবই শক্তিশালী। আমাদের দেশ অনেকে ইতালি যাওয়ার জন্য বৈধভাবে ভিসা করে থাকেন। কিন্তু ইতালি ভিসা কিভাবে চেক করতে হয় অনেকেই জানিনা। ইতালি ভিসা যাচাই করার জন্য আপনাদেরকে সরাসরি 

 

https://visa.vfsglobal.com/bgd/en/ita/  

 

লিংকটি ব্যবহার করে ইতালির দূতাবাসের ওয়েবসাইটে চলে যেতে হবে। এখান থেকে কিছু পদ্ধতি অবলম্বন করে italy visa check করে নিতে পারবেন।

ওমান ভিসা চেক অনলাইন 

 

ওমান  যাওয়ার জন্য ইতিমধ্যে ভিসা করে ফেলেছেন তারা অবশ্যই একবার হলেও ওমান ভিসাটি অনলাইনের মাধ্যমে চেক করে নিবেন। কেননা অনলাইনে খুব সহজেই আপনি ভিসার তথ্য দেখতে পারবেন। অনেকেই ওমান ভিসা চেক করার লিংক খুঁজে থাকেন। যারা সরাসরি ওমান ভিসা চেক করার লিংক এর মাধ্যমে ওমান ভিসা যাচাই করতে চান।

 

ওমান ভিসা চেক লিংক

 

যারা ওমানের ভিসা যাচাই করতে চান তারা খুব সহজে এই লিংকটি ব্যবহার করে ভিসা ঠিক আছে কিনা দেখে নিতে পারবেন।

 

শেষ কথা,অনলাইনের মাধ্যমে ঘরে বসে যে কোন দেশের ভিসা চেক করার নিয়ম সম্পর্কে আজকের পোস্টে আলোচনা করা হয়েছে। যারা বিদেশে বিভিন্ন ধরনের কাজের জন্য যান তারা চাইলে উপরের লিংক গুলো ব্যবহার করে খুব সহজে নিজেদের ভিসা চেক করে নিতে পারবেন। তারপরেও যদি কোন বিষয়ে সম্পর্কে বুঝতে কোন ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে সরাসরি কমেন্ট করে জানাতে পারেন।ধন্যবাদ

 

Leave a Reply