খুব শীঘ্রই কাতার যাচ্ছেন, ভিসা টিও হাতে পেয়ে গিয়েছেন তাহলে অবশ্যই আপনার ভিসাটি অনলাইনের মাধ্যমে চেক করে নিন।কাতার যাওয়ার জন্য যারা ভিসা করেছেন তাদের ভিসাটি অনেক কারণেই চেক করতে হয়। কেননা ভিসা চেক করার মাধ্যমে আপনারা জানতে পারবেন ভিসাটি কোন ধরনের এবং ভিসাতে সকল তথ্য সঠিক রয়েছে কিনা।
সহজ ভাষায় বলতে গেলে প্রত্যেকেরই বিদেশ যাওয়ার আগে তার ভিসাটি একবার হলেও চেক করে নেওয়া জরুরী। কেননা এর মাধ্যমে ভিসাটি অরজিনাল নাকি নকল সেটা খুব সহজেই আপনারা বুঝতে পারবেন এবং বিদেশে গিয়ে কোন ধরনের কাজ পাবেন সেই বিষয়ে এখানে মোটামুটি ধারনা পাবেন।
যারা কাতার ভিসা চেক করতে চান তারা আজকের পোস্টটি অবশ্যই মনোযোগ সহকারে পড়বেন। কেননা আজকের পোস্টটিতে খুবই সুন্দর ভাবে আলোচনা করা হয়েছে কিভাবে খুব সহজে qatar visa check করা যায়। তাহলে চলুন দেরী না করে জেনে নেওয়া যাক মূল বিষয় সম্পর্কে:-
অন্য পোস্টঃঘরে বসেই যে কোন দেশের ভিসা চেক করুন
কাতার ভিসা চেক করার নিয়ম
অনলাইনের মাধ্যমে কাতার ভিসা চেক করা খুবই সহজ। আপনার হাতে থাকা মোবাইল ফোন ব্যবহার করেই পাসপোর্ট নাম্বার দিয়ে খুব সহজেই qatar visa check করে নেওয়া যাবে।নিচে পয়েন্ট আকারে আলোচনা করা হয়েছে কিভাবে খুব সহজেই ঘরে বসেই কাতার ভিসা চেক করা যায়।
ধাপ ১ঃকাতারের ভিসা চেক করার জন্য সর্বপ্রথম আপনাদেরকে মোবাইল অথবা কম্পিউটার ব্রাউজার চালু করে qatar visa check লিখে সার্চ করতে হবে।সর্বপ্রথম যে ওয়েবসাইটটি সামনে আসবে সেই ওয়েবসাইটটিতে সরাসরি ক্লিক করতে হবে। তাছাড়া আপনারা চাইলে সরাসরি কাতার ভিসার ওয়েবসাইট লিংক ব্যবহার করে সরাসরি https://portal.moi.gov.qa/wps/portal/MOIInternet/services/inquiries উক্ত সাইটে চলে যেতে পারেন।
ধাপ ২ঃওয়েবসাইটটিতে যাওয়ার পর নিচের মত একটি ইন্টারফেস দেখতে পারবেন।এখান থেকে আপনাকে visa services বাটনটিতে সরাসরি ক্লিক করতে হবে। তারপরে আপনাদেরকে আরেকটি পেজে নিয়ে যাওয়া হবে visa inquiry and printing লেখা থাকবে সেখানে ক্লিক করতে হবে।
ধাপ ৩ঃক্লিক করার পরপরই আর একটি নতুন পেজ চালু হবে অর্থাৎ আপনার সামনে আরেকটি নতুন ইন্টারফেস আসবে।
উপরের ঘরে আপনার ভিসা নাম্বারটি প্রদান করবেন এবং নিচের যে ঘরটি রয়েছে সেখানে দিবেন পাসপোর্ট নাম্বার। তারপরে একদম নিচের ঘরে আপনার জাতীয়তা সিলেক্ট করবেন। অর্থাৎ আপনি যে দেশের নাগরিক সেটা দিতে হবে। আপনি যদি বাংলাদেশের নাগরিক হোন তাহলে বাংলাদেশ সিলেক্ট করতে হবে এবং অন্য দেশের হলে অন্য দেশ সিলেক্ট করতে হবে।
ধাপ ৪ঃসাবমিট বাটনে ক্লিক করার আগে ক্যাপচা পূরণ করার একটি অপশন রয়েছে অর্থাৎ উপরে যে সংখ্যাটি রয়েছে নিচের ঘরে সেই সংখ্যাটি সঠিকভাবে বসাতে হবে। সবশেষে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে নিচের ছবির মত এরকম একটি ছবি আপনারা দেখতে পারবেন।
অর্থাৎ এইটাই হচ্ছে আপনার কাতার ভিসা তথ্য। এখান থেকে সবকিছু ঠিকঠাক রয়েছে কিনা খুব সহজে দেখে নিতে পারেন।
অন্য পোস্টঃসৌদি ভিসা চেক করার নিয়ম
কাতার ভিসা ডাউনলোড করার নিয়ম
কাতার ভিসা যাচাই করার সমস্ত প্রক্রিয়া ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে। অর্থাৎ আপনার কাতার ভিসা স্ট্যাটাস টি আপনার সামনে এতক্ষণে চলে এসেছে। কাতার ভিসা চেক করার সমস্ত তথ্য যদি সঠিকভাবে পূরণ করেন তাহলে ভিসা অপশনে ক্লিক করার সাথে সাথেই কাতারের ভিসা টি খুব সহজেই আপনার মোবাইলে ডাউনলোড হয়ে যাবে এবং নিচের ছবির মত আসবে।যেকোনো ব্যক্তি যদি মনে করে থাকেন কাতারের ভিসা স্ট্যাটাসটি প্রমাণস্বরূপ ডাউনলোড করে রাখবো তাহলে খুব সহজেই উপরের নিয়মে করতে পারবেন।
কাতার ভিসা চেক অনলাইন /moi qatar visa check
অনলাইনের মাধ্যমে যারা কাতার ভিসা চেক করতে চান তারা হয়তো পোস্টটি করার মাধ্যমে ইতিমধ্যে সঠিক ধারণা পেয়ে গিয়েছেন। যদি কোন এজেন্সি বা দালালের হাত থেকে কাতার যাওয়ার জন্য ভিসা করে থাকেন তাহলে অবশ্যই ভিসাটি হাতে পাওয়ার পর উপরের পদ্ধতি অবলম্বন করে ভিসা চেক করে নিবেন। তাহলে পরবর্তীতে কোন ধরনের ঝামেলার সম্মুখীন হতে হবে না। অনেক সময় ভিসা চেক না করে বিদেশ গিয়ে অনেকেই প্রতারণার শিকার হয়ে থাকেন। যার কারণে হাতে পাওয়া ভিসাটি যাচাই করা খুবই জরুরী।
qatar visa check by passport number/qatar visa check online
অনেকেই কাতার ভিসা চেক করার জন্য ওয়েবসাইটে যখন যান তখন vissa no,passport no এবং nationality এই তিনটা অপশন দেখতে পান। এই তিনটি অপশনের মধ্যে প্রতিটা অপশনই ফিলাপ করতে হয় কিনা এই নিয়ে অনেকেই প্রশ্ন করে থাকেন। আপনার কাছে যদি ভিসা নম্বরটি না থাকে অর্থাৎ আপনি ভিসা আবেদন করেছেন কিন্তু এখনো হাতে পাননি তাহলে শুধুমাত্র পাসপোর্ট নাম্বার এবং ন্যাশনাল টি সিলেক্ট করে আপনার ভিসার কার্যক্রম যদি শেষ হয়ে যায় তাহলে সেটি অনলাইনে চেক করে নিতে পারবেন। তাহলে অবশ্যই বুঝতে পারছেন ভিসা নাম্বার অথবা পাসপোর্ট নাম্বারের মধ্যে যেকোনো একটি সিলেক্ট করলে হবে।
অন্য পোস্টঃসিঙ্গাপুর ভিসা চেক করার নিয়ম
শেষ কথা, কাতার ভিসা চেক করার নিয়ম বা অনলাইনের মাধ্যমে কীভাবে ঘরে বসেই কাতারের ভিসা চেক করা যায় আশা করি আজকের আর্টিকেলটি পড়ার মাধ্যমে সেই বিষয়ে সুস্পষ্ট ধারণা পেয়েছেন। পোষ্টে দেওয়া পদ্ধতি অনুসরণ করে যে কোন ব্যক্তি চাইলে খুব অল্প সময়ের মধ্যেই নিজের কাতার ভিসা স্ট্যাটাস অনলাইনে দেখতে পারবেন। আজকের পোস্টটি পড়ে যদি কোন বিষয় সর্ম্পকে না বুঝে থাকেন বা কোন ধরনের প্রশ্ন থাকে সরাসরি কমেন্ট করে জানাতে পারেন। পোস্টটি পড়ে যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।