অনলাইনে জন্ম নিবন্ধন আবেদন বাতিল করার নিয়ম

94 0

যাদের একাধিক ডুপলিকেট জন্মনিবন্ধন রয়েছে তারা ডুপ্লিকেট জন্ম নিবন্ধন অনেক সময় বাতিল করতে চাই।কিন্তু অনেকেই ডুপলিকেট জন্ম নিবন্ধন কিভাবে বাতিল করতে হয় সেই নিয়ম সম্পর্কে জানেন না।কেননা আপনারা সকলেই জানেন যে পূর্বে হাতে লেখা জন্ম নিবন্ধন সংগ্রহ করা হতো এবং সেটা দিয়েই কাজ করা হতো। কিন্তু এখন হাতে লেখা জন্ম নিবন্ধন ডিজিটাল করা হচ্ছে। তাই অনেকেরই ভুলবশত একাধিক জন্ম নিবন্ধন হয়ে যেতে পারে।

 

তাছাড়া আমরা অনেকেই অনেক সময় নিজের জন্ম নিবন্ধন হারিয়ে ফেলি তখন আবার জন্ম নিবন্ধন করার জন্য আবেদন করি এবং নতুন জন্ম নিবন্ধন করে থাকি।আর এভাবেই আমাদের জন্ম নিবন্ধন একাধিক হয়ে যেতে পারে। অতীতে ডুপলিকেট জন্ম নিবন্ধন খুব সহজেই ব্যবহার করা গিয়েছে কিন্তু বর্তমানে সেটি আর সম্ভব নয়। তাই অনেকেই ডুপ্লিকেট জন্ম নিবন্ধন বাতিলের আবেদন করে থাকেন। আজকের পোস্টটি পড়ার মাধ্যমে জানতে পারবেন কিভাবে খুব সহজেই জন্ম নিবন্ধন বাতিলের আবেদন বা নকল জন্ম নিবন্ধন বাদ দিবেন।

 

একাধিক জন্ম নিবন্ধন বাতিল কেন করবেন/জন্ম নিবন্ধন বাতিলের নিয়ম

 

একজন ব্যক্তির জন্য একটি জন্ম নিবন্ধন ব্যবহার করা বাধ্যতামূলক। একজন ব্যক্তি যদি একাধিক জন্ম নিবন্ধন ব্যবহার করে থাকে তাহলে সেটি আইনের চোখে অবৈধ। তাছাড়া পরবর্তীতে এই ডুপলিকেট জন্ম নিবন্ধনের জন্য আপনি বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন। তাই যদি আপনার একাধিক জন্ম নিবন্ধন কোনভাবে হয়ে যায় তাহলে অবশ্যই জন্ম নিবন্ধন বাতিল আবেদন করতে হবে। 

 

জন্ম নিবন্ধন বাতিল করার জন্য কি কি লাগে

 

জন্ম নিবন্ধন বাতিলের নিয়ম জানার আগে জন্ম নিবন্ধন বাতিল করার জন্য কি কি লাগে সেই সম্পর্কে আগে জেনে নেওয়া উচিত। তাই আপনি যখন নিজের একাধিক জন্ম নিবন্ধন বা ডুপলিকেট জন্ম নিবন্ধন বাতিল করতে চাইবেন তখন অবশ্যই কিছু ডকুমেন্টের প্রয়োজন হবে। যেমনঃ-

 

➡️17 ডিজিটের জন্ম নিবন্ধন প্রয়োজন হবে অর্থাৎ যে জন্ম নিবন্ধন আপনি বাতিল করতে চান।

 

➡️জন্ম তারিখ লাগবে। 

 

➡️জন্ম নিবন্ধন আবেদন বাতিল ফি হিসেবে ১০০ টাকা দিতে হবে।

 

➡️ডুপ্লিকেট বা একাধিক জন্মনিবন্ধনের এন্ট্রি প্রমাণ দিতে হবে। 

 

অর্থাৎ যারা জন্ম নিবন্ধন বাতিলের জন্য আবেদন করতে চান তারা উক্ত ডকুমেন্ট গুলোর মাধ্যমে জন্ম নিবন্ধন বাতিল করতে পারবেন। 

 

অন্য পোস্টঃজন্ম নিবন্ধন দিয়ে বিকাশ একাউন্ট খোলার নিয়ম

 

জন্ম নিবন্ধন বাতিলের আবেদন করার নিয়ম

 

আপনার যদি একাধিক জন্ম নিবন্ধন থেকে থাকে তাহলে অবশ্যই ডুপলিকেট জন্ম নিবন্ধন গুলি বাতিল করা প্রয়োজন।আর জন্ম নিবন্ধন বাতিল আবেদন করা খুবই সহজ এবং যে কোন ব্যক্তি চাইলে খুব সহজেই করতে পারবেন। 

 

জন্ম নিবন্ধন বাতিল করার জন্য একটি আবেদন ফরম পূরণ করার প্রয়োজন পড়ে এবং এই আবেদন ফর্মটি পূরণ করা হয়ে গেলে নিকটবর্তী জন্ম ও মৃত্যু নিবন্ধন এর কার্যালয় যেমন পৌরসভা, ইউনিয়ন পরিষদ যেকোনো স্থানে জমা দিতে হবে।

 

জন্ম নিবন্ধন বাতিল আবেদন ফরম পূরণ করার নিয়ম

 

জন্ম নিবন্ধন বাতিল আবেদন ফরম পূরণ করা খুবই সহজ। নিচে দেওয়া পদ্ধতি অনুসরন করে খুব সহজেই জন্ম নিবন্ধন বাতিল আবেদন ফরম পূরণ করা যাবে।

 

ধাপ ১ঃপ্রথমে https://bdris.gov.bd/login এই লিংকটি ব্যবহার করে সরাসরি জন্মনিবন্ধনের ওয়েবসাইটে চলে যেতে হবে।তারপরে আপনারা নিচের মত একটি ছবি দেখতে পারবেন।

উপরের যে ঘরটি রয়েছে সেখানে যে জন্ম নিবন্ধন বাতিল করতে চান সেটির ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নাম্বার দিবেন।এবার নিচে যে জন্মতারিখের ঘরটি রয়েছে সেখানে জন্ম নিবন্ধনে উল্লেখিত জন্মতারিখ বসাতে হবে।

 

ধাপ ২ঃএবার আপনি যে জন্ম নিবন্ধন কার্যালয় থেকে নিবন্ধন করেছেন সেটি নির্বাচন করে ফেলুন। অর্থাৎ আপনার এলাকার ঠিকানা অনুযায়ী সবকিছু পূরণ করে ফেলুন।

 

ধাপ ৩ঃএবার আপনাকে জন্ম নিবন্ধন বাতিল কেন করবেন বা কি কারণে আপনার এই জন্মনিবন্ধন বাদ দিচ্ছেন সেটি উল্লেখ করতে হবে। আপনি এখানে ডুবলিকেট নিবন্ধন সনদ সিলেক্ট করবেন। তারপরে আপনি যদি নিজে আবেদনকারী হয়ে থাকেন তাহলে নিজ সিলেক্ট করবেন এবং আপনি যদি নিজের পিতা মাতার জন্য জন্ম নিবন্ধন বাতিলের আবেদন করতে চান তাহলে পিতা-মাতা সিলেক্ট করবেন।

 

ধাপ ৪ঃতারপরে আবেদনকারীর নাম উল্লেখ করতে হবে এবং আবেদনকারীর ঠিকানা দিতে হবে। তারপরে নিচের ঘরে মোবাইল নাম্বার দিতে হবে।ডান পাশে যে সাবমিট বাটন টি রয়েছে সেই সাবমিট বাটনে ক্লিক করতে হবে।

ধাপ ৫ঃআপনার আবেদন প্রক্রিয়া টি ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে এবার এখান থেকে আবেদনের অ্যাপ্লিকেশন আইডি টি সংগ্রহ করে নিতে হবে। সবথেকে ভালো হয় যদি আবেদনটি প্রিন্ট করে নিতে পারেন। আর যারা মোবাইলের মাধ্যমে আবেদন করেছেন তারা অ্যাপ্লিকেশন আইডি দিয়ে একটি স্ক্রিনশট নিয়ে নিতে পারেন।পরবর্তীতে আপনি চাইলে এই স্ক্রিনসর্ট প্রিন্ট করে পিডিএফ আকারে নিতে পারেন। 

 

জন্ম নিবন্ধন বাতিল আইন কতটা কার্যকরী

 

কোন ব্যক্তির কাছে যদি একাধিক ডুপলিকেট জন্মনিবন্ধন থেকে থাকে তাহলে সেই ব্যক্তি ২০১৮ এর ১৫ ধারা অনুযায়ী জন্ম নিবন্ধন বাতিলের জন্য আবেদন করতে পারেন। তবে এক্ষেত্রে যে ব্যক্তি জন্ম নিবন্ধন বাতিলের জন্য আবেদন করবে তাকে অবশ্যই জন্ম নিবন্ধন সংশোধন ফি পরিশোধ করতে হবে।তাহলে অবশ্যই বুঝতে পারছেন জন্ম নিবন্ধন বাতিল আইনের ক্ষেত্রেও আপনাকে জন্ম নিবন্ধন বাতিল করতে হলে ফি পরিশোধ করতে হবে।

 

জন্ম নিবন্ধন বাতিল ফি কত টাকা

 

জন্ম নিবন্ধন বাতিল করার জন্য কত টাকা ফি নিয়ে থাকে বা জন্ম নিবন্ধন বাতিল ফি কত সেটা সম্পর্কে অবশ্যই সুস্পষ্ট তথ্য জানা থাকতে হবে। যাদের একাধিক ডুপলিকেট জন্ম নিবন্ধন রয়েছে তারা যদি জন্ম নিবন্ধন বাতিলের জন্য আবেদন করতে চান তাহলে ১০০ টাকা ফি প্রদান করতে হবে।অর্থাৎ আপনি যখন অনলাইনে জন্ম নিবন্ধন বাতিল করার জন্য আবেদন করবেন এবং এটি নিকটবর্তী জন্ম এবং মৃত্যু নিবন্ধনের কার্যালয়ে জমা দিবেন তখন ফি।হিসাবে ১০০ টাকা দিতে হবে।

 

শেষ কথা,যাদের নকল জন্ম নিবন্ধন রয়েছে তারা উপরের দেওয়া নিয়ম অনুযায়ী খুব সহজেই জন্ম নিবন্ধন বাতিলের আবেদন করতে পারবেন। আর কেউ যদি পোস্টটি পড়ে কোন বিষয় সর্ম্পকে না বুঝে থাকেন তাহলে আমাদেরকে সরাসরি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ধন্যবাদ। 

 

Leave a Reply