ঘরে বসে ভিসা চেক করার নিয়ম খুব সহজেই

81 0
ঘরে বসে ভিসা চেক করার নিয়ম খুব সহজেই

ঘরে বসে ভিসা চেক বা অনলাইনের মাধ্যমে কিভাবে ভিসা চেক করা যায় সেটা সম্পর্কে আজকের পোষ্টের মাধ্যমে জানাবো।

 

বিদেশ যাওয়ার জন্য ভিসা আমাদের একান্তই প্রয়োজন।বেশিরভাগ ক্ষেত্রে আমরা ভিসা করে থাকি কোন এজেন্সি বা দালালদের হাত ধরে।ভিসা তৈরি হয়ে গেলে আমাদের হাতে যখন ভিসাটি চলে আসে তখন ভিসা চেক করা খুবই জরুরী।

 

কেননা ভিসা চেক করার মাধ্যমে জানতে পারবেন আপনার বিষয়টি অরজিনাল নাকি নকল। অনেক সময় দেখা যায় দালালরা নকল ভিসা দিয়ে বিদেশে কাজের জন্য পাঠিয়েছেন এবং সেই ব্যক্তি বিদেশে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছেন।

 

তাই এরকম সমস্যা থেকে নিজেকে দূরে রাখতে চাইলে অবশ্যই ঘরে বসে ভিসা চেক করে নেওয়া জরুরী।এখন অনলাইনের মাধ্যমে শুধু মোবাইলে ইন্টারনেট সংযোগ ব্যবহার করে যেকোনো ব্যক্তি চাইলে যে কোন দেশের ভিসা খুব সহজেই চেক করে নিতে পারবেন।

 

অনলাইনে অনেকেই সৌদি আরব, কাতার, দুবাই ভিসা চেক করার নিয়ম সম্পর্কে জানতে পারলেও কিভাবে বাহরাইন, মালদ্বীপ,এবং মালয়েশিয়া প্রফেশনাল ভিসা চেক করা যায় এটা সম্পর্কে অনেকেরই কম জানা।আশা করি পোস্টটি পড়ার মাধ্যমে ৩ টি দেশের ভিসা চেক করার সঠিক নিয়ম সম্পর্কে জানতে পারবেন। 

 

অনলাইনে ভিসা চেক করার নিয়ম

 

অনলাইনে ভিসা চেক করার জন্য এখন আর ঢাকায় যাওয়া লাগবে না। সঠিক নিয়ম জেনে নিজের হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনটি ব্যবহার করে খুব সহজেই এখন যে কোন দেশের ভিসা চেক করে নেওয়া যাচ্ছে।

 

ঘরে বসে ভিসা চেক করার নিয়ম অনেকটাই সহজ। তাই আপনার নিকট আত্মীয় কেউ যদি বিদেশগামী হয়ে থাকেন এবং ভিসাটি হাতে পেয়ে থাকেন তাহলে তার ভিসাটিও চেক করে দিতে পারবেন।

 

ঘরে বসে বাহরাইন ভিসা চেক

 

বাহরাইন ভিসা চেক বা ঘরে বসে কিভাবে বাহরাইন ভিসা চেক করা যায় যারা বাহরাইন যেতে চান তাদের জন্য এটা জানা জরুরী।কেননা বাহারাইন যাওয়ার আগে যদি ভিসাটি চেক করে নিতে পারেন তাহলে খুবই ভালো হয় এবং পরবর্তীতে কোন ধরনের সমস্যা হয় না।

 

ধাপ ১ঃবাহরাইন ভিসা চেক করার জন্য ব্রাউজার থেকে https://lmra.bh/portal/en/home লিংকটি ব্যবহার করে সরাসরি বাহরাইন দূতাবাসের ওয়েবসাইটে চলে যেতে হবে।ওয়েবসাইটটিতে যাওয়ার পর উপরে থ্রি ডট বাটনে ক্লিক করতে হবে।

 

ধাপ ২ঃউপরে থ্রি ডট বাটনে ক্লিক করার সাথে সাথে service অপশন আসবে সেখানে ক্লিক করে express service তে ক্লিক করতে হবে।

 

ধাপ ৩ঃতারপরে আপনাদের সামনে আরেকটি নতুন পেজ চলে আসবে এখান থেকে identity card,work permit number এবং passport number দিতে হবে। অ্যাপ্লিকেশন আইডি না দিলেও হবে।

 

ধাপ ৪ঃসবকিছু দেওয়া হয়ে গেলে নিচে i am a not robot নামক যে অপশনটি রয়েছে সেটি পূরণ করে সরাসরি সার্চ বাটনে ক্লিক করতে হবে। তাহলে খুব সহজেই বাহরাইন ভিসার স্ট্যাটাস বা বাহরাইন ভিসার তথ্য দেখা যাবে।

 

ঘরে বসে মালদ্বীপ ভিসা চেক

 

মালদ্বীপ যাওয়ার জন্য যারা ভিসা করেছেন এবং ভিসা হাতে পেয়েছেন তাদের জন্য অবশ্যই মালদ্বীপ ভিসা চেক করার নিয়ম সম্পর্কে জানা জরুরী।মালদ্বীপ ভিসা চেক করার জন্য সরাসরি www.mhrys.gov.mv/ উক্ত ওয়েবসাইটটিতে চলে যেতে হবে। ওয়েবসাইটটিতে যাওয়ার পর নির্দিষ্ট কিছু পদ্ধতি অবলম্বন করে খুব সহজেই মালদ্বীপ ভিসা চেক করতে পারবেন। বিস্তারিত জানার জন্য নিচের ভিডিওটি দেখতে পারেন।

 

অন্য পোস্টঃসৌদি আরব ভিসা চেক করার নিয়ম

 

মালয়েশিয়া প্রফেশনাল ভিসা চেক করার নিয়ম

 

বাংলাদেশ থেকে প্রতি বছর হাজার হাজার লোক কাজের জন্য মালয়েশিয়া যান।কেননা মালয়েশিয়াতে বাংলাদেশিরা একটু বেশি সুযোগ-সুবিধা পেয়ে থাকেন অন্যান্য দেশের তুলনায়।বাংলাদেশিরা যারা মালয়েশিয়ায় যাওয়ার জন্য ভিসা করে থাকেন তাদের মধ্যে বেশিরভাগই কোন এজেন্সি থেকে করেন। 

 

তাই ভিসা প্রসেসিং শেষ হয়ে গেলে বা ভিসাটি যখন হাতে দিয়ে দেওয়া হয় তখন অনলাইনের মাধ্যমে সেই ভিসা স্ট্যাটাস চেক করে নেওয়া উচিত।তাহলে ভিসাতে কোন ধরনের ভুল রয়েছে কিনা বা ভিসাটি নকল কিনা সেটা খুব সহজেই বোঝা যায়।মালয়েশিয়া ভিসা চেক করার নিয়ম নিচে ধাপে ধাপে দেখানো হলোঃ-

 

ধাপ ১ঃমালয়েশিয়া প্রফেশনাল ভিসা চেক করার জন্য https://www.imi.gov.my/ এই ওয়েবসাইটটিতে সরাসরি চলে যেতে হবে। ঘরে বসে ভিসা চেক বা ঘরে বসে মালয়েশিয়া প্রফেশনাল ভিসা চেক করার জন্য এবার application status inquiry তে ক্লিক করতে হবে। 

 

ধাপ ২ঃআর অপশনটি যদি আপনারা খুঁজে না পান তাহলে সরাসরি https://esd.imi.gov.my/portal/application-status/ লিংকটি ভিজিট করে ভিসা চেক করার পেজে চলে যাবেন। এবার উপরের ঘরে পাসপোর্ট নাম্বার এবং নিচের ঘরে কোম্পানি রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে। তারপর নিচের ক্যাপচা পূরণ করার অপশন রয়েছে সেটি পূরণ করে Check Status বাটনে ক্লিক করবেন। তাহলে সরাসরি এখান থেকে মালয়েশিয়া প্রফেশনাল ভিসা স্ট্যাটাস চেক করে নিতে পারবেন।

 

ভিসা নাম্বার দিয়ে ভিসা চেক

 

ভিসার নাম্বার দিয়ে ভিসা চেক কিভাবে করা যায় বা এটা কি সম্ভব এই নিয়ে অনেকের প্রশ্ন রয়েছে।আপনার কাছে যদি পাসপোর্ট নাম্বার থেকে থাকে এবং ভিসা যদি হাতে পেয়ে থাকেন তাহলে অনলাইনের মাধ্যমে খুব সহজেই ভিসাটি অরজিনাল নাকি নকল সেটা চেক করে নিতে পারবেন।

 

আপনি যে কোন দেশের ভিসা চেক করে নিতে পারবেন খুব সহজেই। আমাদের ওয়েবসাইট Khorshada.com.bd তে প্রায় প্রত্যেক দেশের ভিসা চেক করার লিংক রয়েছে বা কিভাবে ভিসা চেক করা যায় সেই বিষয়ে আর্টিকেল রয়েছে চাইলে পোস্টগুলো পড়ার মাধ্যমে ভিসা চেক করার নিয়ম সম্পর্কে জেনে নিতে পারেন।

অন্য পোস্টঃসিঙ্গাপুর ভিসা চেক করার নিয়ম

 

শেষ কথা, ঘরে বসে ভিসা চেক করার নিয়ম বা অনলাইনের মাধ্যমে কিভাবে খুব সহজেই ভিসা চেক করা যায় আশা করি আজকের পোস্টটি পড়ার মাধ্যমে সেই বিষয়ে সঠিক ধারণা পেয়েছেন। তাই এখন চাইলে বিদেশ যাওয়ার আগে যে কেউ তার ভিসাটি চেক করে নিতে পারবেন।ভিসা সম্পর্কিত বিষয়ে যদি কোন ধরনের প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন খুব দ্রুত সময়ের মধ্যে উত্তর দেওয়ার চেষ্টা করা হবে। 

Leave a Reply