ডিমের ব্যবসা শুরু করার নিয়ম

234 0
ডিমের ব্যবসা শুরু করার নিয়ম

ডিমের ব্যবসা খুবই লাভজনক একটি ব্যবসা।এই ব্যবসাটি বহু সময় ধরে চলে আসছে।এই ব্যবসাটি এতটাই লাভজনক একটি ব্যবসা যে এই ব্যবসা করার জন্য এখন নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি হচ্ছে।

 

যারা চাকরি-বাকরি না পেয়ে ব্যবসা করতে চান তারা চাইলে এই ডিমের ব্যবসাটিকে বেছে নিতে পারেন। বর্তমানে ডিমের ব্যবসা করার মাধ্যমে ভালো টাকা আয় করা সম্ভব।

 

আজকের পোস্টের মাধ্যমে আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে আপনারা ডিমের ব্যবসা শুরু করবেন এবং ডিমের ব্যবসায় লাভ কেমন এই সমস্ত তথ্যাদি সম্পর্কে। তাহলে চলুন দেরী না করে শুরু করা যাক মূল বিষয় নিয়ে –

 

ডিমের ব্যবসা শুরু করার নিয়ম

 

আপনারা ব্যবসার সাথে যারা কম বেশি জড়িত তারা সকলে হয়তো জানেন যে কোন ব্যবসায় নামার আগে সঠিক পরিকল্পনা করে নেওয়া উচিত।ডিমের ব্যবসার ক্ষেত্রেও কিন্তু এই নিয়মটা প্রযোজ্য। তাহলে বুঝতেই পারছেন যে ডিমের ব্যবসা শুরু করার আগে আপনাদেরকে সঠিক পরিকল্পনা করে নিতে হবে।

 

ডিমের ব্যবসা ব্যবসা করার আগে পরিকল্পনা

 

আপনি ব্যবসাটিকে কিভাবে শুরু করতে চান এটি আপনাকে প্রথমে ভেবে নিতে হবে। এরকম কিছু পরিকল্পনা সম্পর্কে নিচে আলোচনা করা হলোঃ

 

১.ডিমের ব্যবসাটি আপনি দোকান দিয়ে শুরু করতে চান নাকি ভ্যানগাড়ি অথবা রাস্তায় করে শুরু করতে চান।

 

২.বেকারিতে ডিম সাপ্লাই করে শুরু করতে চান কিনা।

 

৩.ডিমের ব্যবসাটি শুধু সাপ্লায়ার হিসেবে করবেন কিনা।

 

৪.ডিম সিদ্ধ করে বিক্রি করবেন কিনা।

 

তাছাড়া ডিমের ব্যবসা শুরু করার আগে আরও কিছু প্রয়োজনীয় বিষয়গুলো সম্পর্কে ভাবতে হয় নিচে সেগুলো উল্লেখ করা হলো।

 

★ব্যবসাটি কোথায় শুরু করবেন এবং কোন জায়গায় শুরু করলে সব থেকে ভালো হয়।

 

★দোকান দিয়ে যদি ব্যবসা শুরু করেন তাহলে আপনি দোকানের নামটি কি রাখবেন।

 

★ডিমের ব্যবসা টি ছোট পরিসরে নাকি বড় পরিসরে শুরু করবেন।

 

★মুরগির ডিমের ব্যবসা শুরু করবেন নাকি হাঁসের ডিমের ব্যবসা শুরু করবেন সেটা সম্পর্কে ভাবতে হবে।

 

সাধারণত আপনি যখন ব্যবসা শুরু করতে যাবেন তখন আপনাকে এই সকল বিষয়গুলো নিয়ে সঠিক পরিকল্পনা করতে হবে তারপরে আপনি চাইলে ডিমের ব্যবসাটি শুরু করতে পারেন।

 

ডিমের ব্যবসার আইডিয়া 

 

আপনার এতক্ষনে জানলেন কিভাবে ডিমের ব্যবসা শুরু করার আগে পরিকল্পনার সাজাবেন সেই সকল বিষয় সম্পর্কে। এবার বলব কিভাবে আপনারা ডিমের ব্যবসা আইডিয়া বা ডিমের ব্যবসা কিভাবে শুরু করবেন সেই সম্পর্কে।

 

ডিমের পাইকারি ব্যবসা 

 

যারা ডিমের ব্যবসাটি শুরু করতে চান তারা চাইলে সরাসরি ডিমের পাইকারি ব্যবসাটি শুরু করার মাধ্যমে এই ব্যবসাটি করতে পারেন। যারা ডিমের পাইকারি ব্যবসা করার মাধ্যমে ব্যবসাটি করতে চান তাদেরকে বাজার সম্বন্ধে সঠিক ধারণা রাখতে হবে।

 

অনেকে এই পদ্ধতিতে দুইভাবে ব্যবসা শুরু করে থাকেন। কেউ হাঁসের ডিমের পাইকারি ব্যবসা করার মাধ্যমেই ব্যবসা শুরু করে থাকেন আবার কেউ মুরগির ডিমের পাইকারি ব্যবসা করার মাধ্যমে ব্যবসা করে থাকেন।

 

তাই আপনাকে আগে সিলেক্ট করে নিতে হবে যে আপনি কোন ভাবে এ ব্যবসাটি করতে চান। সিলেক্ট করা হয়ে গেলে আপনি ডিমের পাইকারি বাজার গুলো থেকে ডিম সংগ্রহ করে নিয়ে আসতে পারেন এবং কিছু দোকান ঠিক করে সেই দোকানগুলোতে নিয়মিত ডিম পাইকারি দামে দিতে পারেন।

 

আপনি এই পদ্ধতিতে যত বেশি ডিম বিক্রি করতে পারবেন আপনার লাভের পরিমাণ টা ঠিক ততটাই বেশি বৃদ্ধি পাবে। তাই যদি ডিমের ব্যবসা শুরু করবেন বলে ভেবে থাকেন তাহলে এই পদ্ধতিতে আপনি ব্যবসাটি শুরু করতে পারেন।

 

ডিমের দোকান দিয়ে ব্যবসা 

 

অনেকের সরাসরি ডিমের দোকান দেওয়ার মাধ্যমে এই ব্যবসা টি করে থাকেন। আপনি যদি পাইকারি দামে সরাসরি ডিম সংগ্রহ করে নিয়ে এসে ব্যবসা না করতে পারেন তাহলে ডিমের দোকান দিয়ে ব্যবসাটি শুরু করতে পারেন।

 

তবে ভালো একটি স্থান দেখে ডিমের দোকান দিতে হবে এবং দোকানটি এমন স্থানে দিতে হবে যেন মানুষের নজরে পড়ে।বাজারে যদি দোকানটির দিতে পারেন তাহলে বিক্রির পরিমাণ টা আরো অনেকাংশে বেড়ে যাবে।

 

তাই ডিমের ব্যবসার সফলতার পেছনে অবশ্যই সঠিক স্থান থেকে দোকান দেওয়াটা জরুরি।তাই ভালো একটি স্থান দেখে দোকান দেওয়ার মাধ্যমে ডিমের ব্যবসাটি শুরু করতে পারেন।

 

ডিমের পাইকারি বাজার কোথায় 

 

ডিমের ব্যবসা যদি আপনাকে সফল হতে হয় তাহলে অবশ্যই পাইকারি বাজার সম্পর্কে ধারণা রাখতে হবে। কেননা আপনি যদি বাজার সম্পর্কে ভাল ধারণা রাখেন তাহলে কোনোভাবেই কম দামে ডিম কিনতে পারবেন না এবং সেখান থেকে বেশি লাভ করতে পারবেন।ডিমের পাইকারি বাজার গুলোর নাম নিচে দেওয়া হলো:

 

১.ঢাকা কারওয়ান বাজার

 

২.মিরপুর কাপ্তান বাজার

 

৩.উত্তরা ডিমের বাজার

 

আপনি চাইলে এই সকল পাইকারী বাজার গুলো থেকে ডিম সরাসরি সংগ্রহ করে নিয়ে এসে এই ব্যবসাটি শুরু করতে পারেন। তবে এই পদ্ধতিতে ডিম সংগ্রহ করার মাধ্যমে আপনি তেমন বেশি লাভ করতে পারবেন না।

 

আপনি যদি সরাসরি খামারিদের কাছ থেকে ডিম সংগ্রহ করতে পারেন তাহলে এই ক্ষেত্রে লাভের পরিমাণ অনেকাংশে বেড়ে যাবে। তাই আপনার এলাকার আশপাশে যদি ডিমের খামার থেকে থাকে তাহলে সেখান থেকে আপনি ডিম সংগ্রহ করতে পারেন।

 

ডিমের ব্যবসায় লাভ কেমন 

 

ডিমের ব্যবসায় লাভ কেমন হতে পারে এটা অনেকাংশে আপনি কিভাবে ব্যবসাটি করছেন তার ওপর নির্ভর করে। অনেকে যেহেতু এই ব্যবসাটি বিভিন্নভাবে করে থাকেন তাই তাদের ব্যবসা ক্ষেত্রে কত টাকা মূলধন খাটাচ্ছেন এবং কিভাবে ব্যবসাটি করছেন তার উপর লাভের পরিমাণ নির্ভর করে।

 

আমার অভিজ্ঞতা অনুযায়ী আপনারা যদি সঠিকভাবে ডিমের সংরক্ষণ করে এই ব্যবসাটি শুরু করতে পারেন তাহলে এই ব্যবসার মাধ্যমে ভালো পরিমাণে লাভ করা সম্ভব।

 

তবে অনেকে এই ব্যবসায় লসের সম্মুখীন হয়ে থাকেন তারা ডিম সরবরাহ করার সময় অনেক ডিম ভেঙে ফেলেন এই কারণে। তাই এই দিকটাতে ভালোভাবে নজরদারি করতে হবে যাতে ডিম তেমন না ভাঙ্গে।

 

আমাদের শেষ কথা 

 

বর্তমান সময়ে অনেক ব্যবসায়ী তাদের ব্যবসা হিসেবে ডিমের ব্যবসাটিকে বেছে নিচ্ছে। সঠিক ব্যবসা পদ্ধতি অবলম্বন করার মাধ্যমে যদি ডিমের ব্যবসা করা যায় তাহলে এই ব্যবসা থেকে ভালো টাকা লাভ করা সম্ভব।তাই যারা এই ব্যবসা শুরু করতে চান তাদের কিছুটা উপকার এর জন্যই আমাদের আজকের এই পোষ্ট টি লেখা। এই ব্যবসা সম্পর্কিত কোন প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন।

Leave a Reply