বাংলাদেশ থেকে অনেকেই প্রতিবছর সিঙ্গাপুরে বিভিন্ন কাজের জন্য বা চাকরির জন্য যেয়ে থাকেন। আর এদের মধ্যে বেশির ভাগ লোকই বিভিন্ন এজেন্ট অথবা আত্মীয়দের মাধ্যমে সিঙ্গাপুর ভিসা সংগ্রহ করে থাকেন। তাদের এই বিষয়টি ঠিক রয়েছে কিনা সেটা যাচাই করা প্রয়োজন পড়ে। কিন্তু অনেকেই তাদের ভিসাটি ঠিক রয়েছে কিনা সেটা চেক করার প্রয়োজন মনে করেন না। যার ফলে পরবর্তীতে বড় ধরনের সমস্যার মধ্যে অনেককেই পড়তে হয়।
কিন্তু বর্তমানে কেউ চাইলে খুব সহজেই ঘরে বসেই সিঙ্গাপুর ভিসা চেক করে নিতে পারেন।তাই যারা সিঙ্গাপুর ভিসা চেক করতে চান তারা অবশ্যই আজকের আর্টিকেলটি বিস্তারিত এবং মনোযোগ সহকারে পড়বেন। তাহলে চলুন দেরী না করে জেনে নেওয়া যাকঃ
সিঙ্গাপুর ভিসা চেক করার উপায়
Singapore visa check করার আগে আপনাকে অবশ্যই জেনে নিতে হবে Singapore ভিসা চেক করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে বা কি কি প্রয়োজন। তাহলে খুব সহজেই সিঙ্গাপুর ভিসা চেক করে নেওয়া যাবে।যেমনঃ
১.পাসপোর্ট নাম্বার প্রয়োজন হবে
২.আপনার পূর্ণ নাম বা ফুল Name দরকার হবে
৩.ওয়ার্ক পারমিট নাম্বার লাগবে
৪.ওয়ার্ক পারমিট ভিসার আবেদন তারিখ লাগবে
অর্থাৎ যারা সিঙ্গাপুরে কাজের ভিসায় যেতে চায় তারা এই চার ধরনের ডকুমেন্ট ব্যবহার করে খুব সহজেই তাদের singapore visa check করে নিতে পারবেন।
সিঙ্গাপুর ভিসা চেক বাংলাদেশ/Singapore visa check by passport number
যারা Singapore visa check করতে চান ঘরে বসেই তারা নিচের পদ্ধতি অনুসরন করে খুব সহজেই আপনার ওয়ার্ক পারমিট ভিসা চেক চেক করে নিতে পারেন।
Step 1ঃপ্রথমে সরাসরি https://www.mom.gov.sg/check-wp এই লিংকটি ব্যবহার করে উক্ত ওয়েবসাইটে চলে যেতে হবে। ওয়েব সাইটে যাওয়ার পর নিচের মত একটি ছবি দেখতে পাবেন।
এখান থেকে I agree বাটনে ক্লিক করতে হবে।
Step 2ঃএবার এই পৃষ্ঠা থেকে বাম পাশে যে Enquire বাটন রয়েছে সেটাতে ক্লিক করতে হবে। এরপর লাল বক্স চিহ্নিত যে বাটনটি রয়েছে সেখানে সরাসরি ক্লিক করতে হবে।
Step 3ঃতারপরে আপনাদের সামনে আরেকটি পেজ চালু হবে। এবার এখান থেকে passport no যে বাটনটি রয়েছে সেটি সিলেক্ট করতে হবে। এবার পাসপোর্ট এর ঘরে আপনার পাসপোর্ট নাম্বার টি দিতে হবে এবং নিচের ঘরে আপনার সম্পূর্ণ নামটি ইংরেজিতে লিখতে হবে। তবে অবশ্যই নাম লেখার আগে একটি বিষয় খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে আপনার নামের সবগুলো অক্ষর যেন ইংরেজি বড় হাতের ক্যাপিটাল লেটারে হয়।তারপরে সরাসরি next বাটনে ক্লিক করতে হবে।
Step 4ঃএবার আপনাকে আরেকটি নতুন ঘরে নিয়ে আসা হবে।এখান থেকে অপশন opsson 3 তে আপনার ওয়ার্ক পারমিট নাম্বারটি এবং ওয়ার্ক পারমিট এর আবেদন তারিখ বসিয়ে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। আপনি যদি সবকিছু সঠিক ভাবে দিয়ে থাকেন তাহলে ভিসার সকল তথ্য বা স্ট্যাটাস আপনি দেখতে পারবেন।
শেষ কথা, সিঙ্গাপুর ভিসা চেক করার নিয়ম বা সিঙ্গাপুর ভিসা কিভাবে অনলাইনের মাধ্যমে খুব সহজেই চেক করা যায় আশা করি এই বিষয়ে সঠিক ধারণা পেয়েছেন। কোন ব্যক্তি মনে করলে তার হাতে থাকা মোবাইল ফোনটি ব্যবহার করেই খুব সহজেই Singapore visa check করে নিতে পারবেন।আমাদের আজকের পোস্টটি পড়ে যদি কোন বিষয় সম্পর্কে বুঝতে কোন ধরনের অসুবিধা হয়ে থাকে তাহলে সরাসরি কমেন্ট করে জানাতে পারেন।