জাতীয় পরিচয় পত্রের বা পুরাতন এনআইডির ডিজিটাল রূপ হচ্ছে স্মার্ট কার্ড।স্মার্ট কার্ডকে এক ধরনের প্লাস্টিক চিপ বলা হয়ে থাকে । স্মার্ট কার্ডে যে চিপটি রয়েছে তার ভিতরে অনেক ধরনের তথ্য সংরক্ষন করা থাকে যেটা পুরাতন এনআইডি কার্ডে ছিল না। স্মার্ট কার্ড স্ট্যাটাস দেখাটা খুবই জরুরি যারা নতুন স্মার্ট কার্ড ব্যবহারকারী হতে চলেছেন।
কেননা Smart card Status দেখার মাধ্যমে খুব সহজেই বুঝে নেওয়া যায় স্মার্ট কার্ডটি রেডি হয়েছে কিনা। বাংলাদেশের ১৮+ বয়সের নাগরিকদের যারা ভোটার হালনাগাদ নাম দিয়েছেন তারা সকলেই স্মার্ট কার্ড পাওয়ার জন্য যোগ্য। স্মার্ট কার্ড পাওয়ার জন্য কি করতে হবে সেটা জেনে নেওয়া যাক।
স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করা কেন জরুরি
যারা ২০১৯ এবং ২০২২ সালে ভোটার হালনাগাদ করেছেন তারা স্মার্ট কার্ড বিতরণ কেন্দ্র থেকে স্মার্ট কার্ড সংগ্রহ করে নিতে পারবেন। তাছাড়া ভোটার হালনাগাদ করার পরবর্তী এক বছরের মধ্যে নতুন ভোটারদের কে স্মার্ট কার্ড দেওয়া হয়ে থাকে।
নতুন ভোটাররা অনলাইনের মাধ্যমে স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করার মাধ্যমে দেখতে পারেন যে তাদের স্মার্ট কার্ডের বর্তমান অবস্থা সম্পর্কে। অর্থাৎ অনলাইনে যদি স্মার্ট কার্ড স্ট্যাটাস থেকে থাকে তাহলে সে স্মার্ট কার্ড পাওয়ার জন্য যোগ্য।
অন্য পোস্টঃ ঘরে বসেই ভোটার আইডি কার্ড ডাউনলোড করার নিয়ম
স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করার নিয়ম
বর্তমানে বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইটের মাধ্যমে যে কোন ব্যক্তি চাইলে ঘরে বসেই তার মোবাইল ফোন ব্যবহার করেই স্মার্ট কার্ডের স্ট্যাটাস চেক করে নিতে পারবেন। তাছাড়া এখান থেকে Smart Card Status প্রিন্ট করে নেওয়া যাবে যেটা পরবর্তীতে আপনাদের কাজে লাগবে। নিচে ধাপে ধাপে দেখতে পারবেন কিভাবে খুব সহজেই বাংলাদেশ নির্বাচন কমিশনের অফিশিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে স্মার্ট কার্ডের স্ট্যাটাস চেক করা যায়ঃ-
ধাপ ১ঃপ্রথমে আপনাকে ব্রাউজার থেকে nid.gov.bd বা http://www.nidw.gov.bd/ সরাসরি এই লিংকটি ব্যবহার করে বাংলাদেশ নির্বাচন কমিশনের অফিশিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে। বাংলাদেশ নির্বাচন কমিশনের অফিশিয়াল ওয়েবসাইটে আসার পর আপনার সামনে নিচের মত ছবি আসবে।
উপরের দিকে Smart card Status নামক একটি অপশন রয়েছে সেখানে সরাসরি ক্লিক করতে হবে এবং পরবর্তী পেজে চলে যেতে হবে।
ধাপ ২ঃদ্বিতীয় পেজের যাওয়ার পর আপনাদের সামনে নিচের মত আরেকটি ছবি আসবে।এখান থেকে আপনাকে সব তথ্য সঠিকভাবে দিতে হবে।
উপরের ঘরে আপনার কাছে যে ভোটার নিবন্ধন স্লিপটি রয়েছে সেই ভোটার নিবন্ধন স্লিপ এর নাম্বারটা দিতে হবে। নিবন্ধন স্লিপ নাম্বার দেওয়া হয়ে গেলে নিচের দিকে জন্ম তারিখ মাস এবং বছর তিনটি ঘরে যথাক্রমে সঠিকভাবে আপনার জন্ম নিবন্ধন কার্ড-এর তথ্য অনুযায়ী পূরণ করতে হবে। সবকিছু পূরণ করা হয়ে গেলে নিচে ক্যাপচা পূরণ করার অপশন রয়েছে সেটি পূরণ করে সাবমিট বাটনে ক্লিক করতে হবে।
ধাপ ৩ঃসাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে Smart card Status এখানে চলে আসবে।
অর্থাৎ এখানে যেহেতু আপনার স্মার্ট কার্ডের স্ট্যাটাস চলে এসেছে সেহেতু আপনি খুব সহজেই জেনে নিতে পারবেন যে আপনার স্মার্ট কার্ড কবে আসবে। তাছাড়া এই ডকুমেন্টটি CTRL + K প্রেস করে খুব সহজে প্রিন্ট করে নেওয়া যাবে।
smart card status check/স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক অনলাইন
উক্ত পদ্ধতিতে নতুন ভোটার থেকে শুরু করে পুরাতন ভোটাররা সকলেই তাদের স্মার্ট কার্ড অনলাইনে এসেছে কিনা সেটা চেক করে নিতে পারবেন। তাদের স্মার্ট কার্ডের স্ট্যাটাস অনলাইনে নেই তারা স্মার্ট কার্ড বিতরণ কেন্দ্র থেকেও তাদের স্মার্ট কার্ড নিতে পারবেন না।
আর যারা স্মার্ট কার্ডের স্ট্যাটাস অনলাইনে চেক করে পেয়েছেন তারা স্মার্ট কার্ড বিতরণ কেন্দ্র থেকে অথবা উপজেলা নির্বাচন কমিশনের অফিস থেকে তাদের স্মার্ট কার্ড সংগ্রহ করে নিয়ে আসতে পারবেন।
অন্য পোস্টঃ ভোটার তথ্য চেক করুন মাত্র 2 মিনিটে ঘরে বসেই
শেষ কথা,আশাকরি স্মার্ট কার্ড স্ট্যাটাস কিভাবে চেক করা যাবে বা স্মার্ট কার্ড অনলাইনে না পেলে কি করবেন আজকের পোস্টটি পড়ার মাধ্যমে সেই বিষয়ে সুস্পষ্ট ধারণা পেয়েছেন। যারা সম্প্রতিক সময়ে নতুন ভোটার হয়েছেন তারা চাইলে যুক্ত পদ্ধতিতে খুব সহজেই অনলাইনের মাধ্যমে নিজেদের smart card status বা nid smart card status চেক করে নিতে পারবেন। ধন্যবাদ।