চা পাতার ব্যবসা শুরু করার লাভজনক আইডিয়া

157 0
চা পাতার ব্যবসা

বর্তমান সময়ে আমাদের দেশে যত লাভজনক ব্যবসা রয়েছে তার মধ্যে চা পাতার ব্যবসা টি অন্যতম।এই ব্যবসাটি করার মাধ্যমে খুব সহজেই একজন সফল ব্যবসায়ী তে পরিণত হওয়া সম্ভব। আমাদের দেশের অনেক উদ্যোক্তা চা পাতার ব্যবসা ঠিক করতে চান কিন্তু সঠিক গাইডলাইনের অভাবে তাদের আর এই ব্যবসায় সফলতা পাওয়া সম্ভব হয় না। আজকের পোস্টের মাধ্যমে আমি আপনাদেরকে চা পাতার ব্যবসা সম্পর্কে বলবো। পোস্টটি পড়ার মাধ্যমে জানতে পারবেন চা পাতার ব্যবসা, কিভাবে শুরু করবেন চা পাতার পাইকারি বাজার কোথায় ইত্যাদি সব বিষয় সম্পর্কে। তাহলে চলুন দেরী না করে শুরু করা যাক:-

 

চা পাতার ব্যবসার কৌশল 

 

যে কোন ব্যবসা শুরু করার আগে অবশ্যই সঠিক ভাবে সেই ব্যবসা সম্পর্কে কৌশল করে নিতে হবে। অর্থাৎ আপনি ব্যবসা কিভাবে শুরু করতে চান।কোন ব্যবসা শুরু করার আগে যদি সঠিক পরিকল্পনা করে সামনে এগিয়ে যেতে না পারেন তাহলে কোন ভাবেই সেই ব্যবসায় সফলতা অর্জন করতে পারবেন না। তাই অবশ্যই এই ব্যবসায় নামার আগে কোন কৌশলে ব্যবসাটি করতে চান সেই সম্পর্কে আগে সঠিক ভাবে পরিকল্পনা করতে হবে।

 

চা পাতার ব্যবসা শুরু করার নিয়ম 

 

বর্তমান সময়ে এই ব্যবসাটি অনেকে অনেক ভাবে করে থাকেন। এই ব্যবসাটি আপনারা চাইলে দুই ভাবে শুরু করতে পারেন। চা পাতা দোকানে দোকানে পাইকারি বিক্রির মাধ্যমে এবং চা পাতার ডিলারশিপ নেওয়ার মাধ্যমে।

 

অন্য পোস্টঃদৈনিক আয় করার সেরা কয়েকটি ব্যবসা আইডিয়া

 

চা পাতা দোকানে পাইকারি বিক্রি মাধ্যমে 

 

আপনারা যদি এই পদ্ধতিতে চাপাতির ব্যবসাটি করতে চান তাহলে খুব সহজেই করতে পারবেন। আপনি যে এলাকায় বসবাস করেন সে এলাকায় দেখবেন অনেকগুলো চায়ের দোকান আছে এবং আপনার এলাকার নিকটবর্তী অনেক জায়গায় কিন্তু চায়ের দোকান দেখতে পারবেন।

 

আপনি প্রতিনিয়ত সেই দোকানগুলোতে যাবেন এবং আপনি যেই চাপাতি পাইকারি দামে তাদের কাছে বিক্রি করতে চান সেগুলো সম্পর্কে বিস্তারিত তাদেরকে বলবেন।এইভাবে নিয়মিত ২০ থেকে ৩০ দিন যাওয়ার পর তাদের সাথে আপনার একটি ভাল সম্পর্ক তৈরী হবে এবং তারা আপনার কাছ থেকে চা পাতা কেনার জন্য আগ্রহ দেখাবে।

 

তখন আপনি সেই দোকানদারদের কে পাইকারি দামে চাপাতি দিতে পারেন। ধরুন আপনি ১ কেজি প্যাকেটের চা পাতি ডিলারদের কাছ থেকে ২৮০ টাকা দামের কিনেছেন আপনি তাদের কাছে বেচবেন ৩০০ টাকাতে।

 

আপনি যদি এইভাবে ১০ প্যাকেট চা পাতা বিক্রি করতে পারেন তাহলে ২০০ টাকা অনায়াসেই লাভ করতে পারছেন। এইভাবে যত বেশি চা পাতা আপনি বিক্রি করতে পারবেন আপনার লাভের পরিমাণ টা ঠিক ততটাই বেশি বৃদ্ধি পাবে।তাই আপনারা চাইলে চা পাতার ব্যবসা কিভাবে শুরু করতে পারেন।

 

চা পাতার ডিলারশিপ নিয়ে ব্যবসা 

 

চাপাতির ডিলারশিপ নিয়োগ এই ব্যবসাটি শুরু করা যেতে পারে। তবে ডিলারশিপ নিতে গিয়ে অনেকে অনেক ধরনের ঝামেলার সম্মুখীন হয়ে থাকেন।ডিলারশিপ পদ্ধতিতে আপনি চা পাতা নিয়ে আপনার এলাকায় খুচরা এবং পাইকারি দামে বিক্রি করতে পারবেন।

 

আপনাকে শুধুমাত্র কোন কোম্পানির কাছ থেকে চা পাতার ব্যবসা করার জন্য ডিলারশিপ নিতে হবে। ডিলারশিপ ব্যবসা টি যদি শুরু করতে হয় তাহলে অবশ্যই প্যাকেট করার চাপাতি আপনাকে সংগ্রহ করতে হবে।

 

বর্তমানে বাংলাদেশে অনেক চা পাতা কোম্পানি পেয়ে যাবেন যে কোম্পানিগুলো বিভিন্ন ধরনের শর্ত সাপেক্ষে তাদের গ্রাহকদের ডিলারশিপ সুবিধা দিয়ে থাকে। তবে এমন কোন কোম্পানির ডিলারশিপ নিতে হবে যাদের বিএসটিআই সার্টিফিকেট নেওয়া আছে।

 

চা পাতার পাইকারি বাজার কোথায় 

 

চা পাতার ব্যবসা টি যদি আপনাকে শুরু করতে হয় তাহলে অবশ্যই পাইকারি বাজার সম্পর্কে সঠিক ধারণা রাখতে হবে। কেননা এখান থেকে আপনারা চা পাতা পাইকারি দামে কিনে নিয়ে এসে পাইকারি দামে বাজারজাতকরণ করতে পারবেন। নিচে বাংলাদেশের বড় কয়েকটি চা পাতার পাইকারি বাজারের ঠিকানা দেওয়া হলোঃ-

 

চা পাতার পাইকারি বাজার সিলেট 

 

কমবেশি সকলেই জানেন যে সিলেটের সবচেয়ে বেশি চা পাতা চাষ করা হয়ে থাকে। তাই সিলেটে চা পাতার পাইকারি বাজার রয়েছে এটা সবারই জানা। সিলেট বিভাগকে চা পাতার রাজধানী বলা হয়ে থাকে।সিলেটের চা পাতার পাইকারি বাজারের ঠিকানাঃ-

 

➡️এমএস, ফাতেমা ট্রেডার্সঃ৯ দরগা গেট, সিলেট। মোবাইল নম্বর-01760877953

 

➡️মেসার্স হক টি এন্ড ট্রেডিংঃ৯ দরগা গেট সিলেট ৩১০০।মোবাইল নাম্বার-01715543307

 

অন্য পোস্টঃস্টক মালের ব্যবসা করে কোটিপতি হওয়ার উপায় 

 

চট্টগ্রাম চা পাতার পাইকারি বাজার 

 

যারা চট্টগ্রামে চা পাতার ব্যবসা করতে চান তাদের অবশ্যই এটা জানা উচিত যে চট্টগ্রামে কোথায় কোথায় পাইকারি দামে চা পাতা কিনতে পাওয়া যায়।চট্টগ্রামে অনেক চা পাতার গোডাউন আছে যেখান থেকে আপনি দেখেশুনে চা-পাতা কিনতে পারেন।চা পাতার পাইকারি বাজারের কিছু ঠিকানা:-

 

➡️কাজী টি এন্ড ট্রেডিং : ২৬৮/১ গ্রাউন্ড ফ্লোর,তাসিন সেন্টার খাতুনগঞ্জ রোড,কোতোয়ালী, চট্টগ্রাম। মোবাইল নাম্বার-018789-01045

 

➡️সাথী টি হাউস:কলেজ কমার্স গেট চট্টগ্রাম,4217।মোবাইল নাম্বার:-0190578-6450

 

চা পাতার পাইকারি বাজার ঢাকা

 

আপনি যদি ঢাকায় থেকে থাকেন তাহলে ঢাকা থেকে সরাসরি চা পাতা পাইকারি ভাবে কিনে ব্যবসা শুরু করতে পারেন।কেননা ঢাকায় রয়েছে অসংখ্য টি হাউস। তাই আপনি যদি এই সকল টি হাউজগুলোতে যোগাযোগ করেন তাহলে খুব সহজেই ভালো মানের চা পাতা পাইকারি দামে এখান থেকে পেয়ে যাবেন।যেমনঃ-

 

➡️কামনা টি হাউস -হাজী ওসমান গনি রোড আলু বাজার, ঢাকা। মোবাইল :-০১৭৭৮১৪৩৬০০

 

➡️এস এম মোস্তাকিম এন্টারপ্রাইজ-মোস্তাকিম মেনশন মৌলভীবাজার, ঢাকা।মোবাইল নাম্বার:-০১৭১১৬১৯৮৯৮

 

➡️ইস্পাহানি অল সেলস সেন্টার ইন ঢাকা -সৌদিয়া সুপারমার্কেট, কাজী নজরুল ইসলাম এভিনিউ,ফার্মগেট ঢাকা। মোবাইল নাম্বার-০১৯৩৭৯০০১১৩

 

চা পাতা কেনার আগে সতর্কতা

 

যারা চা পাতার ব্যবসা নতুনভাবে শুরু করতে চাচ্ছেন তাদের জন্য অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখা উচিত না হলে কোন সময়ই এই ব্যবসায় টিকে থাকতে পারবেন না। যেমনঃ

 

➡️মানসম্পন্ন চা পাতা হতে হবে

 

➡️ভালো লিকার দেওয়া চা পাতা হতে হবে

 

➡️চা পাতার রং এবং গন্ধ ভালো হতে হবে

 

➡️কম দামে ভালো কোয়ালিটি সম্পন্ন হতে হবে

 

নতুন ব্যবসায়ীদের ক্ষেত্রে অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখা উচিত কেননা আপনি যদি প্রথম অবস্থায় বাজারে ভালো চাপাতি সরবরাহ করতে না পারেন তাহলে কোন সময়ই আপনি এই ব্যবসায় সফলতা অর্জন করতে পারবেন না। তাই আপনার বিক্রি চা পাতা অবশ্যই মানসম্মত এবং ভালো লিকার আলা হতে হবে।

 

অন্য পোস্টঃসুপারির ব্যবসা শুরু করে লাখ টাকা ইনকাম করার উপায়

 

আমাদের শেষ কথা 

 

চা পাতার ব্যবসাকে বর্তমান সময়ে খুবই লাভজনক একটি ব্যবসা হিসাবে ধরা হয়ে থাকে। সঠিক ব্যবসা পদ্ধতি অবলম্বন করে যদি এই ব্যবসাটি করা যায় তাহলে এই ব্যবসার মাধ্যমে খুব দ্রুত সফলতা অর্জন করা সম্ভব। তাই যদি চা পাতার ব্যবসা করবেন বলে ভেবে থাকেন তাহলে আমাদের দেওয়া গাইডলাইন অনুযায়ী ব্যবসাটি শুরু করতে পারেন এবং একজন সফল ব্যবসায়ী হিসেবে নিজেকে গড়ে তুলতে পারেন।

 

ব্যবসা সম্পর্কিত বিষয়ে কোন ধরনের প্রশ্ন থাকলে আমাদেরকে সরাসরি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এবং আমাদের এই আর্টিকেলটি পড়ে আপনি যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করুন।

Leave a Reply