সাপ্লাই ব্যবসা শুরু করার ১০ টি লাভজনক আইডিয়া

185 0
সাপ্লাই ব্যবসা

সাপ্লাই ব্যবসাঃনতুন নতুন ব্যবসার আইডিয়া সকলেই খুঁজে থাকেন। সকলেই চান তারা যে ব্যবসায় করুক না কেন সেই ব্যবসাটি যেন একটু কম ঝুঁকির হয়।

 

এইজন্য ব্যবসায়ীরা অনেক সময় ব্যবসাক্ষেত্রে অনেক ধরনের পদ্ধতি অবলম্বন করে থাকে।আর যারা নতুন উদ্যোক্তা তারা বিভিন্ন ধরনের ব্যাবসা আইডিয়া খুঁজে থাকেন যে কোন ধরনের ব্যবসা করার মাধ্যমে ব্যবসায়িক ক্যারিয়ার গড়বেন। 

 

আজকের এই আর্টিকেলের মাধ্যমে আমি আপনাদেরকে সাপ্লাই ব্যবসা সম্পর্কে বলবো।আপনারা আজকের আর্টিকেলটি বিস্তারিত মনোযোগ সহকারে পরলে জানতে পারবেন সেরা কয়েকটি সাপ্লাই ব্যবসার আইডিয়া সম্পর্কে।তাহলে আমরা দেরি না করে মূল বিষয় নিয়ে চলুন শুরু করিঃ

 

সাপ্লাই ব্যবসা আইডিয়া 

 

বর্তমানে জনপ্রিয় অনেক সাপ্লাই ব্যবসা আছে যে ব্যবসা গুলো করার মাধ্যমে আপনি খুব সহজেই ভালো টাকা লাভ করতে পারবেন।তো আমি এবার আপনাদেরকে সেই জনপ্রিয় কয়েকটি সাপ্লাই ব্যবসা আইডিয়া সম্পর্কেই বলবো-

 

১.কাঁচামাল সাপ্লাইয়ের ব্যবসা 

 

আপনি চাইলে সরাসরি কাঁচামাল সাপ্লাইয়ের ব্যবসা টি করার মাধ্যমে প্রতিদিন ভালো পরিমাণে অর্থ উপার্জন করতে পারেন। যারা সাধারণত কাঁচামালের ব্যবসা করে থাকেন তাদের প্রতিদিনের কাঁচামালের প্রয়োজন হয়ে থাকে তাই তারা বিভিন্ন আড়ত থেকে কাঁচামাল সংগ্রহ করে নিয়ে আসে। 

 

আপনি চাইলে তাদের আড়তের দামে কাঁচামাল সরাসরি দোকানে সাপ্লাই করতে পারেন। তারা যদি কম দামে আপনার কাছে কাঁচামাল পাই তাহলে অবশ্যই আপনার কাছ থেকে তারা কাঁচামাল কিনবে। তাই আপনি চাইলে এইভাবে এই ব্যবসাটি করতে পারেন।আপনি যদি সঠিকভাবে এই ব্যবসাটা করতে পারেন তাহলে অবশ্যই এ ব্যবসার মাধ্যমে আপনি ভাল লাভ করতে পারবেন। 

 

অন্য পোস্টঃলস ছাড়া ব্যবসা করে কোটিপতি হয়ে ওঠার উপায়

 

২.ফলের সাপ্লাই ব্যবসা 

 

যাদের ফলের দোকান রয়েছে তাদের দোকানে প্রায় সময়ই ফল শেষ হয়ে যাওয়ার পরে আবার ফল নিয়ে আসতে হয়। তাই আপনি চাইলে বিভিন্ন জায়গা থেকে কম দামে ফল সংগ্রহ করে এনে সেই ফলগুলো আপনি দোকানে দোকানে বিক্রি করতে পারেন। 

 

ফলের দোকানদাররা যদি আপনার কাছে কম দামে ফল পেয়ে থাকে তাহলে অবশ্যই তারা আপনার কাছ থেকে ফল সংগ্রহ করবে। আর আপনি যত বেশি পরিমাণ ফল এক্ষেত্রে বিক্রি করতে পারবেন আপনার লাভের পরিমাণ টা ঠিক ততটাই বৃদ্ধি পাবে।তাই আপনি যদি সাপ্লাই ব্যবসা করবেন বলে ঠিক করে থাকেন তাহলে ফলের সাপ্লাই ব্যবসাটি আপনি করতে পারেন।

 

৩.জুতার সাপ্লাই ব্যবসা 

 

জুতা আমাদের নিত্য প্রয়োজনীয় ব্যবহারযোগ্য একটি জিনিস। তাহলে বুঝতেই পারছেন যে জুতার প্রয়োজন আমাদের হয়ে থাকে।

 

আপনি এই সুযোগটাকে কাজে লাগিয়ে জুতার সাপ্লাই ব্যবসা শুরু করতে পারেন।আপনি মার্কেটে অনেক দোকানে পাবেন যে দোকানগুলোতে মূলত বিভিন্ন ধরনের জুতা বিক্রি করা হয়ে থাকে।

 

আপনি চাইলে পাইকারিভাবে কম দামে ভালো মানের জুতা সংগ্রহ করে এনে সেই দোকানগুলোতে আপনি বিক্রি করতে পারেন। বর্তমানে যত সাপ্লাই  ব্যবসা রয়েছে তারমধ্যে জুতার সাপ্লাই ব্যবসাটি খুবই লাভজনক একটি ব্যবসা। 

 

৪.টি-শার্টের সাপ্লাই ব্যবসা 

 

মার্কেটে যত দোকান রয়েছে সেই দোকানগুলো কোনো না কোনো স্থান থেকে তাদের দোকানের জন্য টি-শার্ট নিয়ে থাকে। আপনি চাইলে এই দোকান গুলোর জন্য টি-শার্টের সাপ্লায়ার হিসেবে কাজ শুরু করতে পারেন। 

 

এক্ষেত্রে আপনাকে দেশের সেরা কয়েকটি পাইকারি পোশাকের বাজার থেকে ভালো মানের টি-শার্ট সংগ্রহ করে আনতে হবে এবং এসব দোকান গুলোতে সাপ্লাই দিতে হবে।

 

আপনার সাপ্লাই করা টি-শার্টগুলো যদি ভালো গুণগতমানের হয়ে থাকে এবং দোকানদাররা যদি পছন্দ করে থাকেন তাহলে তারা বারবার আপনার কাছে মাল কিনবে।তাই আপনি যদি সাপ্লাই ব্যবসা শুরু করতে চান তাহলে আপনার জন্য এই ব্যবসাটি হতে পারে দারুন একটি লাভজনক ব্যবসা। 

 

৫.গিফট বক্সের সাপ্লাই ব্যবসা 

 

আমাদের দেশের ছোট-বড় যত কোম্পানি রয়েছে তারা প্রতি বছরই একটি করে অনুষ্ঠানের আয়োজন করে থাকে।আর এই অনুষ্ঠানে সাধারণত পুরস্কার হিসেবে সবাইকে গিফটের ব্যবস্থা করা হয়ে থাকে।

 

তাই আপনি চাইলে এই সুযোগটাকে কাজে লাগিয়ে আপনার সাপ্লাইয়ের ব্যবসা শুরু করতে পারেন। বড় বড় কোম্পানিগুলো তে আপনি গিফট বক্স সাপ্লাই করতে পারেন।

 

আপনি চাইলে পাইকারি দামে বা হোলসেল কোন মার্কেট থেকে এসব পণ্য গুলো কিনে নিয়ে এসে সেগুলো বেশি দামে বিক্রি করতে পারেন। আর আপনি এক্ষেত্রে আগে কোম্পানির কাছ থেকে অর্ডার নিয়ে তারপরে মালগুলো সাপ্লাই করতে পারেন আর এর মাধ্যমে আপনি ভাল টাকা লাভ করতে হবে না।

 

৬.মাছের সাপ্লাই ব্যবসা 

 

আপনি হাটে-বাজারে লক্ষ্য করলে দেখবেন অনেক মাছ ব্যবসায়ী রাস্তায় সারিসারি ভাবে তারা মাছ বিক্রি করে থাকে। তারা সাধারনত মাছের আড়ত থেকে মাছ সংগ্রহ করে নিয়ে আসে অনেক সময়। 

 

তাছাড়া তারা যেখানেই কম দামে মাছ পেয়ে থাকেন সেখানে থেকে মাছ নিয়ে এসে হাটে বিক্রি করে থাকেন।আপনি চাইলে তাদের সাথে যোগাযোগ করে দেশের সবচেয়ে বড় মাছের বাজার থেকে মাছ কমদামে মাছ সংগ্রহ করে নিয়ে এসে তাদের কাছে সাপ্লাই দিতে পারেন। 

 

আপনি এই ক্ষেত্রে যত বেশি মাছ তাদের কাছে সাপ্লাই দিতে পারবেন অর্থাৎ যত বেশি বিক্রি করতে পারবেন আপনার লাভের পরিমাণ টা কিন্তু তত বেশি বাড়বে।তাই আপনি যদি সাপ্লাই ব্যবসা শুরু করতে চান তাহলে এই ব্যবসাটি আপনি শুরু করতে পারেন। 

 

৭.খাতা-কলমের সাপ্লাই ব্যবসা 

 

আমাদের সকলেরই খাতা-কলম লেগে থাকে। আপনি চাইলে পাইকারি কোন বাজার থেকে কম দামে খাতা কলম সংগ্রহ করে এনে সেগুলো বিভিন্ন দোকান ঠিক করে সেখানে সাপ্লাই করতে পারেন।

 

আপনি এক্ষেত্রে যত কম দামে মাল কিনতে পারবেন দোকানিরা আপনার মালের প্রতি বেশি আকৃষ্ট হবে। আপনি এক্ষেত্রে যত বেশি মাল সাপ্লাই করতে পারবেন আপনি তত বেশি লাভ করতে পারবেন।

 

আস্তে আস্তে আপনি চাইলে দোকানদারদের সংখ্যা বাড়াতে পারেন যার ফলে আপনার মাল এই ক্ষেত্রে অনেক সাপ্লাই হবে। তাই আপনি যদি সাপ্লাই ব্যবসা শুরু করবেন বলে মনে করে থাকেন তাহলে এই ব্যবসাটি আপনি শুরু করতে পারেন।

 

অন্য পোস্টঃমাছের ব্যবসা করে মাসে এক লাখ টাকা ইনকাম করার উপায় 

 

৮.কসমেটিকসের সাপ্লাই ব্যবসা

 

কসমেটিকস এর মালামাল মেয়েরা অনেক পছন্দ করে থাকে। আর বিশেষ করে বাজারের যখন কোন নতুন কসমেটিকস এসে থাকে তখন সেটার প্রতি অনেক চাহিদা থাকে।

 

আপনি মার্কেটে অনেক দোকান দেখতে পারবেন যারা সাধারণত কসমেটিকসের বিভিন্ন মালামাল বিক্রি করে থাকে।আপনি চাইলে বিভিন্ন আইটেমের কসমেটিকস মালামাল তাদের কাছে সাপ্লাই করতে পারেন এবং সেখান থেকে আপনি ভালো টাকা লাভ করতে পারেন। 

 

আপনি যদি সঠিকভাবে এই ব্যবসা পরিচালনা করতে পারেন তাহলে অবশ্যই আপনার ব্যবসার মাধ্যমে অনেক কিছু করতে পারবেন। তাই আপনি যদি সাপ্লাই ব্যবসা করবেন বলে ভেবে থাকেন তাহলে এই ব্যবসাটি আপনি শুরু করতে পারবেন।

 

৯.মসলা সাপ্লাইয়ের ব্যবসা 

 

বাঙালির কাছে মসলা চিরকালই অনেক পছন্দের।বাঙালির খাবারের সাথে মসলার যদি না হয় তাহলে নাকি তাদের খাওয়া পরিপূর্ণ হয় না। 

 

আপনি বিভিন্ন ধরনের মসলা আমাদের দেশে পেয়ে যাবেন। আপনি এসব মসলাগুলো বিভিন্ন জায়গা থেকে পাইকারি দামে সংগ্রহ করে নিয়ে এসে সেগুলো দোকানে দোকানে বিক্রি করতে পারেন।

 

আপনি যদি দোকানদারদের কে ভালো মানের মসলা দিতে পারেন তাহলে দোকানদাররা বারবারই আপনার কাছ থেকে মসলা সংগ্রহ করবে এবং এর মাধ্যমে আপনি ভালো পরিমাণে অর্থ লাভ করতে পারবেন।

 

তাই আপনি যদি সাপ্লাই ব্যবসা করবেন বলে ভেবে থাকেন তাহলে এই ব্যবসাটি আপনি করতে পারেন এটিও দারুন একটি লাভজনক ব্যবসা।

 

১০.ডিমের সাপ্লাই ব্যবসা 

 

আপনি চাইলে ডিমের সাপ্লাই ব্যবসাটি শুরু করতে পারেন। এক্ষেত্রে আপনাকে ডিমের পাইকারি বাজার গুলো থেকে ডিম সংগ্রহ করে আনতে হবে এবং সেই ডিম কম দামে দোকানদারের দের কাছে সাপ্লাই করতে হবে। 

 

আপনি যদি কম দামে ভালো ডিম দোকানদারদের কে যেতে পারেন তাহলে তারা বারবারই আপনার কাছ থেকে ডিম সংগ্রহ করবে। আর আপনি এই ক্ষেত্রে যতবেশি দোকানদার বাড়াতে পারবেন এবং যত বেশি ডিম সাপ্লাই করতে পারবেন আপনি ততবেশি এক্ষেত্রে লাভ করতে পারবেন। 

 

তাই আপনি চাইলে সরাসরি ডিম সাপ্লাই এর মাধ্যমে এই ব্যবসাটি শুরু করতে পারেন এবং খুবই অল্প সময়ের মধ্যে ভালো লাভ করতে পারেন এই ব্যবসা থেকে। 

 

সাপ্লাই ব্যবসা শুরু করার আগে কিছু টিপস 

 

আপনি চাইলে সাপ্লাই ব্যবসা করার মাধ্যমে ভালো টাকা উপার্জন করতে পারবেন খুব সহজেই এটা সত্য কিন্তু আপনাকে এই ব্যবসাটি সঠিক পদ্ধতি অবলম্বন করে করতে হবে।

 

সাপ্লাই ব্যবসা কিভাবে করে সেটা আগে আপনাকে জানতে হবে। আপনাকে মাল অর্ডার দেওয়ার আগে অবশ্যই আপনি যে দোকানগুলোতে মাল সাপ্লাই দিবেন সে দোকানদারদের সাথে আগে ভালো করে কথা বলে নিতে হবে।

 

সবকিছু ঠিকঠাক করার পর আপনাকে মাল অর্ডার করতে হবে এবং সেই দোকানগুলোতে সংগ্রহ করতে হবে। আপনাকে এক্ষেত্রে আরও একটি জিনিস মাথায় রাখতে হবে সেটি হচ্ছে অবশ্যই আপনি যে ধরনের মালই সাপ্লাই দিন না কেন মাল গুলো যেন উন্নত মানের হয়ে থাকে।

 

কেননা আপনার সাপ্লাই করা মাল যদি ভালো না হয় তাহলে কিন্তু তারা একবারের বেশি পরবর্তীতে আপনার মাল আর নিবেনা। যার ফলে আপনি এই ব্যবসার মাধ্যমে বেশিদিন টিকে থাকতে পারবেন না।

 

তাই আপনাকে অবশ্যই এ বিষয়টি আগে ভালোভাবে দেখতে হবে। আপনি যদি এ ব্যবসাতে একবার জনপ্রিয়তা অর্জন করতে পারেন তাহলে অবশ্যই এই ব্যবসার মাধ্যমে আপনি অনেক কিছু করতে পারবেন ভবিষ্যতে।

 

আমাদের দেশে এমন অনেক সাপ্লায়ার ব্যবসায়ী রয়েছে যারা শুধুমাত্র মাসে দুই থেকে তিনবার মাল সাপ্লাই করার মাধ্যমে সেখান থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে চলেছে।তাই আপনিও যদি এই ব্যবসার সঠিক পদ্ধতি গুলো অবলম্বন করে ভালোভাবে ব্যবসা করে যেতে পারেন তাহলে আপনিও এই ব্যবসার মাধ্যমে ভালো টাকা উপার্জন করতে পারবেন। 

 

অন্য পোস্টঃসুপারির ব্যবসা শুরু করার লাভজনক আইডিয়া

 

আমাদের শেষ কথা 

 

আমি আজকে আপনাদের সাথে বর্তমান সময়ের সেরা কয়েকটি সাপ্লাই ব্যবসার আইডিয়া সম্পর্কে বলেছি।আপনারা চাইলে এই ব্যবসা গুলো করার মাধ্যমে খুব সহজে ভালো টাকা লাভ করতে পারেন।

 

তবে অবশ্যই আপনাকে যেকোন ব্যবসায় সফল হতে হলে কঠোর ধৈর্য এবং পরিশ্রমের সাথে কাজ করে যেতে হবে। আপনি যদি ধৈর্য ধরে কাজ করে যেতে পারেন তাহলে আপনি যেকোন ব্যবসায় সফল হতে পারবেন।

 

তাই এক্ষেত্রে আপনারা যদি সাপ্লাইয়ের ব্যবসা শুরু করতে চান তাহলে উপরের দেওয়া আইডিয়া গুলোর মধ্যে থেকে আপনি যে কোন ব্যবসা শুরু করতে পারেন। 

Leave a Reply